কুমারখালী প্রতিনিধি: কুষ্টিয়া কুমারখালী উপজেলা থেকে সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক ও কিশোর গ্যাংসহ সকল প্রকার অপরাধ নির্মুলে সচেতনতামূলক সমাবেশে ৩ দিনের আল্টিমেটাম দিয়েছেন কেন্দ্রীয় যুব অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি শাকিল আহমেদ তিয়াস।
বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক ও কিশোর গ্যাংসহ সকল প্রকার অন্যায় অবিচারের বিরুদ্ধে কুষ্টিয়ার কুমারখালীতে সচেতনতা মূলক এক সমাবেশে বক্তব্য প্রদানকালে এমন আল্টিমেটাম দেন এই যুব নেতা।
সম্প্রতি উপজেলায় মাদক ও চাঁদাবাজির ব্যাপকতার প্রসঙ্গ টেনে শাকিল আহমেদ বলেন, ৫ আগষ্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারের পতন ঘটিয়ে সকলের যে চাওয়া পাওয়া ছিলো তা আজ ভূলুণ্ঠিত হতে চলেছে তার মধ্যে অন্যতম কারন হচ্ছে চাঁদাবাজি ও মাদক।
তাই এই দুই সামাজিক ব্যাধিকে চিরদিনের জন্য কুমারখালী থেকে নির্মূল করতে সংশ্লিষ্ট সকলকে তিন দিনের আল্টিমেটাল দিলাম। যদি এসবের বিরুদ্ধে তিন দিনের মধ্যে জোরালো আইনি পদক্ষেপ না নেয়া হয় তাহলে ছাত্র-জনতা আইন হাতে তুলে নিতে বাধ্য হবে।
এসময় তিনি আরও বলেন, যতদিন পর্যন্ত সাধারণ জনগণ এই অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে না দাঁড়াবে ততদিন পর্যন্ত এসব নির্মূল করা সম্ভব হবে না। তাই কুমারখালীবাসিকে আরও বেশি সচেতন হতে হবে, আর তার জন্য আমার এই সংগ্রাম অব্যাহত থাকবে।
এসময় সমাবেশে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন হেফাজত ইসলামের নেতা হাফেজ মাওলানা দেলোয়ার হোসেন, মাওলানা আব্দুল মালেক, কুমারখালী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোহাগ মাহমুদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুর রহমান, মুশফিকুর রহমান তেহা, আশিক, রিপন, ফিরোজ, ছাত্র নেতা ইসরাইল হোসেন, রকি, ফারহান, রাসেলসহ অনেকেই।
আলোর সন্ধান নামক একটি সামাজিক সেচ্ছাসেবী সংগঠনের সার্বিক সহযোগিতায় কুমারখালীবাসী সচেতন নাগরিক সমাজের ব্যানারে সমাবেশ শেষে সেতু সংলগ্ন গোলচক্কর থেকে একটি র্যালী বের করা হয়।
র্যালীটি হল বাজার হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশে দাবি দাওয়া তুলে ধরেন কেন্দ্রীয় যুব অধিকারের পরিষদের সিনিয়র সহ-সভাপতি শাকিল আহমেদ তিয়াস।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর চাঁদাবাজি বন্ধে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। এছাড়া এসময় যুব নেতা শাকিল আহমেদ তিয়াস অন্যায় অবিচার ও অনিয়মের বিরুদ্ধে উপজেলা বাসির বিভিন্ন অভিযোগ প্রদানের জন্য একটি সংরক্ষিত অভিযোগ বক্সস ইউএনও কার্যালয়ে উপহার দেন।

Discussion about this post