Print Date & Time : 10 May 2025 Saturday 11:45 pm

কুমারখালীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

কুষ্টিয়ায় নিখোঁজের ৫ দিন পর সাংবাদিক হাসিবুর রহমান রুবেলের (৩১) অর্ধ গলিত  লাশ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে খুনিদের গ্রেফতারের দাবীতে  কুমারখালীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে সর্বস্তরের সাংবাদিকবৃন্দ। 

শুক্রবার (৮ জুলাই) বেলা ১১ টার দিকে বাসস্ট্যান্ডে মানববন্ধন কর্মসূচি শেষে বিক্ষোভ মিছিল থানা পর্যন্ত গিয়ে শেষ হয়। এর আগে বৃহস্পতিবার  কুষ্টিয়া প্রেসক্লাবের নির্বাহী কমিটির জরুরি সভায় হত্যাকারীদের গ্রেফতারের জন্য  প্রশাসনকে ৩৬ ঘণ্টা সময় দিয়েছেন সাংবাদিকেরা।
মানববন্ধন কর্মসূচীতে কাঙাল হরিনাথ প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির সভাপতি কেএমআর শাহিনের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন কাঙাল হরিনাথ প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লিপু খন্দকার।

এসময় বিজয় টিভি প্রতিনিধি তানভীর লিটন, চ্যানেল এস টিভি প্রতিনিধি মনোয়ার হোসেন, ভোড়ের কাগজ প্রতিনিধি মোশাররফ হোসেন, দৈনিক সংগ্রাম প্রতিনিধি মাহমুদ শরীফ সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। মানববন্ধন কর্মসূচি সঞ্চালনা করেন মাহমুদ হাসান।

আর//দৈনিক দেশতথ্য//৮ জুলাই-২০২২//