Print Date & Time : 21 August 2025 Thursday 1:30 pm

কুমারখালীতে মেয়াদউত্তীর্ণ পণ্য রাখায় জরিমানা

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ার কুমারখালীতে হালনাগাদ মুল্য তালিকা, মেয়াদউত্তীর্ণ ও অস্বাস্থ্যকর পণ্য রাখার অপরাধে দুই ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে কুমারখালী পৌরবাজার এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

পৃথক পৃথকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্টেট ও নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীদুল ইসলাম। এসময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আরাফাত হোসেননসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে খোকন স্টোরকে ১০ হাজার এবং সুবোধ স্টোরের নিকট থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এবি//দৈনিক দেশতথ্য//মার্চ ১৬, ২০২২//