Print Date & Time : 22 April 2025 Tuesday 4:08 pm

কুমারখালীতে যুবদলের নতুন আহ্বায়ক কমিটি গঠন

কুমারখালী প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালীতে দীর্ঘ সাত বছর যুবদলের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। রবিবার (১৮ ই সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু এর সম্মতিক্রমে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি দপ্তর সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক) কামরুজ্জামান দুলাল এর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।

কুমারখালী পৌরসভার ৪ বার নির্বাচিত সাবেক মেয়র আনছার প্রামানিকের একমাত্র পুত্র ও কুমারখালী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এ্যাড. জাকারিয়া আনছার মিলন কে কুমারখালী উপজেলা যুবদলের আহ্বায়ক করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটিতে অন্যান্যদের মধ্যে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে ওবাইদুল ইসলাম মিলন, যুগ্ম আহ্বায়ক হিসেবে রুবেল হোসেন রাজন, যুগ্ম আহ্বায়ক হিসেবে এস এম আলী ও সদস্য সচিব হিসেবে কুদরত ই নূর এর নাম প্রকাশ করা হয়।

নবনির্বাচিত কুমারখালী উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটিকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু অভিনন্দন জানিয়ে স্বৈরাচার বিরোধী চলমান আন্দোলনে তাদের সাফল্য কামনা করেন।

কুমারখালী উপজেলা যুবদলের নব নির্বাচিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক এ্যাড. জাকারিয়া আনছার মিলন জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি সকল দিক নির্দেশনা পালন করার চেষ্টা করবো এবং কমিটি অনুমোদন দেওয়ার কেন্দ্রীয় কমিটির সকলের প্রতি ধন্যবাদ জানান।
উল্লেখ্য যুবদলের উপজেলা আহবায়ক কমিটি প্রকাশের পর থেকেই আহবায়ক মিলনের নেতৃত্বে উপজেলার তৃনমূলের সহ সকল বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে ইতিমধ্যেই শুভেচ্ছা বিনিময় করেছেন।
এদিকে জাকারিয়া আনছাড় মিলনকে আহবায়ক করে এই কমিটি অনুমোদন দেওয়াতে বিএনপির নেতাকর্মীরা শুভেচ্ছা জানিয়েছেন।