ছাব্বির হোসেন কুমারখালী (কুষ্টিয়া): কুষ্টিয়া কুমারখালী জগন্নাথপুর ইউনিয়নের ইসলামপুর গ্ৰামে যৌতুকের দাবিতে স্ত্রী কে পাশবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। ইসলামপুর গ্ৰামের রহমান শেখের ছেলে মোঃ আমিরুল ইসলাম (৩৫) এর বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে।
জানা যায়, যৌতুক ও সাবেক স্ত্রী কে আবার ফিরে পেতে দ্বিতীয় স্ত্রী উপর এমন নির্যাতন করছে বলে জানা যায়।
নির্যাতিত মোছাঃ শারমিন আক্তার (২৯) জানান, দুই বছর হলো আমাদের বিয়ে হয়েছে। বিয়ের পর থেকে বিভিন্ন অজুহাতে আমার কাছ থেকে আমার স্বামী প্রায় ৮ লক্ষ টাকা নিছে। এখন আবার নতুন করে টাকা চাইচ্ছে এবং আমার স্বামীর আগের বৌ ছিল’ সেই বৌ কে আবার ফিরে আনতে আমার উপর নির্যাতন করে। আমি ও আমার সন্তান কে মেরে ফেলতে চায়। নতুন করে যৌতুকের টাকা দিতে অস্বীকার করাতেই আমার এবং আমার ৬ মাসের বাচ্চার কে ছুড়ে মেরে হত্যা করতে চায় আমিরুল।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার একাধিক ব্যক্তি জানান, আমিরুল ইসলাম তিনটি বিয়ে করছে, প্রতিটা বৌ কে মারধর করে তারিয়ে দেয়। আমিরুল মানুষ হিসেবে ভালো লোক না।
অভিযুক্ত আমিরুল ইসলাম জানান, আইনগত যতো ব্যবস্থা আছে আমার বিরুদ্ধে নিতে পারে । যা খুশি তাই হোক। আমি কোন কিছুই পরোয়ানা করিনা।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার জানান, এই বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post