Print Date & Time : 20 April 2025 Sunday 3:58 pm

কুমারখালীতে শিক্ষা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

ছাব্বির হোসেন  কুমারখালী প্রতিনিধিঃ কুষ্টিয়া কুমারখালী উপজেলার এমপিওভুক্ত ও নন এমপিওভুক্ত মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধান শিক্ষকদের সাথে কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেলে ৫ টাই উপজেলার ম্যাধমিক শিক্ষা সমিতির আয়োজনে পাবলিক লাইব্রেরী সংলগ্ন এলাকায় এমপির অফিস কক্ষে উক্ত সভাটি অনুষ্ঠিত হয়

পৌর মেয়র সামসুজ্জামান অরুণের সভাপতিত্বে উপজেলার এমপিওভুক্ত ও নন এমপিও ভুক্ত , মাদ্রাসার প্রধান শিক্ষকের সাথে মতবিনিময় সভায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া -৪ আসনের সংসদ সদস্য ও প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, বিশেষ অতিথি মোঃ আব্দুল রশিদ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি হারুন অর রশিদ হারুন, উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শাহিন উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আল হেলাল।এ সময় প্রধান অতিথি ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এমপি তার বক্তৃতায় বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে মান উন্নয়নে ও শিক্ষার্থীদের  মানবিক হিসেবে গড়ে তুলতে শিক্ষদের প্রতি আহ্বান জানান।

দৈনিক দেশতথ্য//এল//