Print Date & Time : 6 July 2025 Sunday 9:32 am

কুমারখালীতে সড়কের গাছ কেটে নেবার অভিযোগ

 

কুমারখালী,(কুষ্টিয়া) প্রতিনিধি:  কুষ্টিয়ার কুমারখালীর পান্টি সান্দিয়ারা সড়কের মুল্যবান ৪ টি মেহগনি গাছ কেটে নেবার অভিযোগ পাওয়া গেছে একই এলাকার মৃত বদরউদ্দিন এর জামাই রেজাউল এর বিরুদ্ধে। 

শনিবার পান্টি খালপাড়া জামে মসজিদ সংলগ্ন সান্দিয়ারা সরেজমিন গিয়ে  সড়কের গাছ কাটতে দেখা যায়। 

স্থানীয়রা জানান, সান্দিয়ারা সড়কের  প্রায় দেড় লাখ টাকা মুল্যর ৪ টি মেহগনি গাছ মৃত বদরউদ্দিন জোয়ার্দারের মেয়ের জামাই রেজাউল পান্টি ছাগলা পাড়ার একজন কাঠ ব্যবসায়ীর কাছে বিক্রি করেন। শনিবার সকাল থেকে গাছ কাটা শুরু হলে তারা অনেকেই গাছ কাটায় বাধা সৃষ্টি করেন। কিন্তু রেজাউল নিজে দাঁড়িয়ে থেকে গাছ কাটতে সহায়তা করেন। পরবর্তীতে স্থানীয় ভূমি অফিসের তহশিলদার গাছ কাটা বন্ধ করেছেন বলে জানান তারা। 

গাছ বিক্রেতা রেজাউলের চাচা শশুড় আসলাম উদ্দিন জোয়ার্দার বলেন, সান্দিয়ারা সড়কের এই অংশ তাদের জমির উপর নির্মিত হয়েছে। গাছগুলো তারা নিজেরাই লাগিয়েছিলেন। ৩৫ হাজার টাকায় গাছ বিক্রি করেছেন বলে জানান তিনি। 

নাম প্রকাশ্যে অনিচ্ছুক স্থানীয় অনেকেই জানান,  প্রায় লাখ টাকা  মূল্যে গাছ ৪টি বিক্রি করা হয়।  এমন তাপদাহের মধ্যে রাস্তার পাশে  বড় বড় মেহেরগনি গাছগুলা না কাটার জন্য কর্তৃপক্ষের কাছে  আবেদন জানিয়েছে তারা। 

কুমারখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত জানান, সড়কের গাছ কেটে নেবার সংবাদ পেয়ে স্থানীয় ভূমি অফিসের তহশিলদারকে পাঠিয়ে গাছ কাটা বন্ধ করা হয়েছে। পূণরায় গাছ কাটার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান। 

খালিদ  সাইফুল // দৈনিক দেশতথ্য //  ২৫ মে ২০২৪