Print Date & Time : 4 May 2025 Sunday 5:22 pm

কুমারখালীতে সড়ক দূর্ঘটনায় আহত ১

ছাব্বির হোসেন  কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধিঃ কুষ্টিয়ার কুমারখালীতে প্রাইভেট কার ও মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মোটরসাইকেল চালক আজাদ হোসেন (৪৫) গুরুতর আহত হয়। সোমবার সোয়া ৩ টার দিকে কুষ্টিয়া – রাজবাড়ি আঞ্চলিক মহাসড়কস্থ কাজীপাড়া মোড়ে এদুর্ঘটনা ঘটে। আহত আজাদ কুমারখালী পৌরসভার এলংগীপাড়ার বাসিন্দা ও কুমারখালী ডাকবাংলা সড়কের একজন হার্ডওয়ার ব্যবসায়ী। এঘটনায় প্রাইভেট কারটি জব্দ করেছে থানা পুলিশ।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, আহত ব্যবসায়ী আজাদ নিজ মোটরসাইকেলে চরে ডাকবাংলা এলাকায় ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছিলেন। আর প্রাইভেট কার (চট্ট মেট্টো – গ,  ১২- ৭৪৩৮) গাড়িটি কুষ্টিয়ার অভিমুখে যাচ্ছিল। পথিমধ্যে। কুষ্টিয়া – রাজবাড়ি আঞ্চলিক মহাসড়কস্থ কাজীপাড়া মোড়ে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেল চালক আজাদ ছিটকে কয়েক গজ দুরে পড়ে যায়। আর কার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নিচে চলে যায়। এতে আজাদ গুরুতর আহত হলে স্থানীয়রা কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যান। আর পুলিশ কারগাড়িটি জব্দ করে থানায় নেয়।ঘটনার সত্যতা স্বীকার করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, প্রাইভেট কার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন আহত হয়েছেন। আহত ব্যক্তি স্থানীয়রা হাসপাতালে নিয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি প্রাইভেট কার গাড়ি জব্দ করেছে।

দৈনিক দেশতথ্য//এল//