কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সদকী ও জগন্নাথপুর ইউনিয়নের ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রি-ক্লাস ম্যাটেরিয়াল হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, আনন্দ লোক ট্রাস্টের উদ্যোগে শিক্ষার মান উন্নয়নের জন্য বিভিন্ন রকমের শিক্ষা উপকরণ বিতরন করে চলেছে সংস্থাটি।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকালে কুমারখালী উপজেলার সদকী ও জগন্নাথপুর ইউনিয়নের ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রি-ক্লাস ম্যাটেরিয়াল প্রতিটি বিদ্যালয়ে ম্যাট ৪৫০ ফিট, একটি করে হারমোনিয়াম, ডুগি তবলা, ড্রাম সেট, সেলফ, বক্স, টুল, গামলা, তালা, খেলনা ঘোড়া ও ভারসাম্য, স্লিপার, জিরাপ, হুইল টিটর, ৪ কনার ম্যাটেরিয়ালস হস্তান্তর করা হয়।
সে সময় কুমারখালী উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ আলী, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোছাঃ ফারহানা শবনম, আনন্দ লোক ট্রাস্টের জেলা সমন্বয়কারী মোঃ হিজরত আলী খান, আনন্দ লোক ট্রাস্টের কুমারখালী এডুকেশন সুপারভাইজার সুদীপ সরকার, খোকসা উপজেলা হিসাব রক্ষক হাবিবুর রহমান, খোকসা উপজেলা এডুকেশন সুপারভাইজার কৃষ্ণ বিশ্বাস ও মোঃ জিয়ারুল ইসলামসহ কুমারখালী উপজেলা কর্মকর্তা ও আনন্দ লোক ট্রাস্টের কর্মকর্তার উপস্থিতিতে স্ব. স্ব. প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকদের নিকট প্রি-ক্লাস ম্যাটেরিয়াল হস্তান্তর করা হয়।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১৭ আগস্ট ২০২৩