কুষ্টিয়া প্রতিনিধিঃ
কুষ্টিয়ার কুমারখালীতে যুদ্ধদিবস উপলক্ষে শহীদদের স্বরণে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদনের মাত্র ১৫ মিনিটের মধ্যে পুষ্পস্তবক ও পুষ্প্যমাল্য তছরুপের অভিযোগ উঠেছে।
এঘটনার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন বীরমুক্তিযোদ্ধাগণ ও স্থানীয়রা।
বুধবার সকাল ১০ টায় উপজেলার সদকী ইউনিয়নের ঘাসখাল দরবেশপুর স্মৃতিস্তম্ভের সামনে এই কর্মসূচি পালন করেন তারা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা জাসদের সাধারণ সম্পাদক ও দরবেশপুর স্মৃতিস্তম্ভ রক্ষাণাবেক্ষন কমিটির উপদেষ্টা এ্যাড. জয়দেব কুমার বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা আবু তৈয়ব, বীর মুক্তিযোদ্ধা সাগর ফকির, মৃত বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুরের ছেলে জামাল মন্ডল, উপজেলা যু্বলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিশির আহমেদ নয়ন প্রমুখ ।
এর আগে সকাল ৯ টায় যুদ্ধদিবস উদযাপন উপলক্ষে ওই স্মৃতিস্তম্ভে শহীদদের শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে বীর মুক্তিযোদ্ধাগণ, নিহত বীর মুক্তিযোগণের পরিবারের সদস্যরা, আওয়ামী লীগ ও জাসদের নেতাকর্মীরা পুষ্পস্তবক ও পুষ্প্যমাল্য অর্পণ করেন।
সমাবেশে বক্তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন,’ দেশের আনাচে কানাচে এখনো স্বাধীনতা বিরোধীরা অবাধে চলাফেরা করছেন। দেশের ইতিহাসকে মুছে দিতেই দুর্বৃত্তরা শ্রদ্ধা নিবেদনের মাত্র ১৫ মিনিটের মধ্যে পুষ্প্যমাল্য ও পুস্পস্তক তছরুপ করেছেন। অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান বক্তারা।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মন্ডল বলেন, ‘ ঘটনাটি জানতে পেরেছি। ইতিমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশকে নির্দেশ প্রদান করা হয়েছে। ‘
দৈনিক দেশতথ্য//এসএইচ//