Print Date & Time : 5 July 2025 Saturday 12:05 pm

কুমারখালীতে হত্যাকারীর বিচারের দাবিতে মানববন্ধন

ছাব্বির হোসেন, কুমারখালী (খোকসা ) প্রতিনিধিঃ কুষ্টিয়ার কুমারখালীতে ভ্যানচালক জাহিদুল ইসলাম (৩০) কে হত্যার ঘটনায় থানায় মামলা করা হয়েছে। আটককৃত ওবাইদুর রহমান জুয়েলকে আসামি করে গত বুধবার রাতে নিহতের বাবা বাদী হয়ে মামলা করে। মামলা নম্বর ১৯। এর আগে গত বুধবার বেলা ১১ টার দিকে কুষ্টিয়া – রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালী বাসস্ট্যান্ড এলাকায় জাহিদুলকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। তিনি জেলার খোকসা উপজেলার সাতপাঁখিয়া গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে। আসামি জুয়েল কুমারখালী পৌরসভার পৌরসভার ২ং ওয়ার্ডের মৃত রতনের ছেলে। বৃহস্পতিবার সকালে আসামিকে আদালতে পাঠায় পুলিশ।

এদিকে হত্যাকারী জুয়েলের দ্রুত বিচার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া – রাজবাড়ী সড়কের কুমারখালী বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন করেন তাঁরা। মানববন্ধন শেষে তাঁরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বাসস্ট্যান্ড, স্টেশন বাজার, গণমোড়, হলবাজার প্রদক্ষিণ করে উপজেলা চত্ত্বরে পৌছায়। সেখানে দ্রুত ও ফাঁসির দাবিতে শ্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মন্ডল তাঁদের সুষ্ঠ বিচারের আশ্বাস দেন এবং তাঁদের শান্ত করেন।

উপজেলা পরিষদ চত্ত্বরে বিক্ষোভের সময় কথা হয় নিহতের চাচাতো ভাই জাহাঙ্গীর আলমরের সাথে। তিনি বলেন, ‘ হত্যাকারীর দ্রুত বিচার, ফাঁসি ও সর্বোচ্চ বিচারের দাবিতে এই কর্মসূচি পালন করছি। আর যেন কোন ভাইয়ের এমন প্রাণ না যায়, সেজন্য প্রশাসনের নজরদারীতে হবে।’

নিহতের মা আম্বিয়া খাতুন আবেগে বলেন, ‘ আমার ছেলেকে যেভাবে হত্যা করেছে। আমি সেই ভাবে খুনি জুয়েলকে মারতে চাই।’

পুলিশ ও মামলার এজাহার সুত্রে জানা গেছে, গত বুধবার (২৩ ফেব্রুয়ারি) সকালে কুমারখালী বাসস্ট্যান্ড এলাকায় জাহিদুলের ভ্যানের সাথে জুয়েলের মোটরসাইকেলের হালকা ধাক্কা লাগে। এনিয়ে তাঁদের বাগবিতণ্ডা,  কথাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে জুয়েল কাছে থাকা ধারালো চুরি দিয়ে চালকের গলায় আঘাত করে। এতে চালক সড়কে লুটিয়ে পড়লে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মামলার বাদী রিয়াজ উদ্দিন বলেন, ভ্যানের সাথে মোটরসাইকেলের ধাক্কা লাগার জেরে ছেলেকে ছুরিকাঘাতে হত্যা করেছে জুয়েল। ছেলে হত্যার সুষ্ঠ বিচারের আশায় থানায় মামলা করেছি।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুদার বলেন, ভ্যানচালককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলা নম্বর ১৯। আসামিকে আদালাতে সোপার্দ করা হয়েছে। আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকান্ডের দায় স্বীকার করেছে। এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল বলেন, ঘাতককে গ্রেফতার করা হয়েছে। প্রচলিত আইনে আসামীর উপযুক্ত শাস্তির নিশ্চিত করতে উপজেলা প্রশাসন সর্বোচ্চ সহযোগীতা করবে।\

দৈনিক দেশতথ্য//এল//