কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধিঃ কুষ্টিয়ার কুমারখালীতে ২৯২ গ্রাম হিরোইনসহ এক যুবককে গ্রেফতার করেছে কুষ্টিয়া র্যাব- ১২। যাহার মূল্য প্রায় ২৯ লক্ষ ২০ হাজার টাকা।
শনিবার (১৩ আগষ্ট) দুপুরে কুমারখালী পৌরসভার স্টেশন বাজার সংলগ্ন বঙ্গবন্ধু ম্যুরাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ওই যুবকের নাম হাসান (২০)। তিনি রাজশাহী জেলার মতিহার থানার ধরমপুর গ্রামের আশরাফ আলীর ছেলে। র্যাবের দাবি তিনি একজন মাদক ব্যবসায়ী। এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া র্যাব-১২, সিপিসি-১ এর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, দুপুর ১২ টা ২০ মিনিটের দিকে কুমারখালী পৌরসভার স্টেশন বাজার সংলগ্ন বঙ্গবন্ধু ম্যুরাল চত্ত্বর এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২৯২ গ্রাম হেরোইনসহ মো. হাসান কে গ্রেফতার করা হয়। যাহার আনুমানিক মূল্য ২৯ লক্ষ ২০ হাজার টাকা। পরে আসামীর বিরুদ্ধে কুমারখালী থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামতসহ আসামীকে থানায় সোপর্দ করা হয়েছে।
কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, ‘ র্যাব একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।’
আর//দৈনিক দেশতথ্য//২০২২