Print Date & Time : 5 July 2025 Saturday 5:49 pm

কুমারখালীতে ৭ ই মার্চের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধিঃকুষ্টিয়ার কুমারখালীতে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন আয়োজনে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩ টায় জুম মিটিংয়ে সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে সভায় অংশগ্রহণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান খান, উপজেলা সহাকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহীদুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির সভাপতি বীরমুক্তিযোদ্ধা এটিএম আবুল মনসুর মজনু, উপজেলা নাগরিক পরিষদের সভাপতি আকরাম হোসেন সহ প্রমূখ। সভার সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলী।

দৈনিক দেশতথ্য//এল//