Print Date & Time : 2 August 2025 Saturday 9:53 pm

কুমারখালীতে Youth Development Forum এর উদ্যোগে সেলাই মেশিন বিতরন

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ার কুমারখালীতে সেচ্ছাসেবী সংগঠন Youth Development Forum এর সহযোগিতায়  “জীবিকা প্রজেক্ট “এর অধীনে তিনজন কর্মক্ষম নারী  শান্তা খাতুন, গ্রামঃ মোড়াগাছা, উপজেলাঃ খোকসা, জোসনা খাতুন, গ্রামঃ চাপাইগাছি, ইউনিয়নঃ জগন্নাথপুর, উপজেলাঃ কুমারখালী ও ফাতেমাতুজ্জোহরা, গ্রামঃ বহলবাড়ীয়া,ইউনিয়নঃ যদুবয়রা, উপজেলাঃ কুমারখালী তিনজনকে  তিনটা   সেলাই মেশিন প্রদান করা হয়েছে। রবিবার সকালে কাঙ্গাল হরিনাথ জাদুঘড়ে এসব সেলাই মেশিন বিতরন করা হয়।সেসময় সংগঠনটির চেয়ারম্যান আশিকুল ইসলাম চপল বলেন, আমরা বিশ্বাস করি সবার সহযোগিতা থাকলে আমরা মানুষের পাশে দাঁড়াতে পারবো এবং  দেশ থেকে দারিদ্র্য দূরীকরণে ভূমিকা রাখতে পারবো।জীবিকা প্রজেক্ট এ আপনার অনুদান দিয়ে সাহায্য করুন একজন মানুষ কে মাথা উঁচু করে দাড়াতে।এসময় YDF এর চেয়ারম্যান আশিকুল ইসলাম চপল এর পরিচালনায়  উপস্থিত ছিলেন কুমারখালী সর্বজন শ্রদ্ধেয়  কুমারখালী এম এন পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আব্দুল মোত্তালিব, সাবেক প্রধান শিক্ষক, মোঃ শহিদুল ইসলাম, কুমারখালী মহিলা পরিষদের সাধারন সম্পাদিকা রওশন আরা বেগম নীলা, কাঙাল হরিনাথ জাদুঘরের দায়িত্ব প্রাপ্তকর্মকর্তা  মোঃ ওবাইদুল্লাহ, সাংবাদিক ও সমাজকর্মকার দীপু মালিক, সাংবাদিক ও সমাজকর্মকার সোহাগ মাহমুদ খান,সাংবাদিক মাসুদ রানা, YDF এর সদস্য নাজমুল হক নাঈম সহ অন্যন্য সদস্য বৃন্দ।