Print Date & Time : 11 May 2025 Sunday 4:57 pm

কুমারখালীবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন আ’লীগ নেতা রবিউল

কুমারখালীবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন আ’লীগ নেতা রবিউল
কুষ্টিয়া: রমজানের দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আমাদের ধনী-দরিদ্রদের ভেদাভেদ ভূলে সব মানুষকে এক কাতারে দাড়ানোর শিক্ষা দেয়। মুসলিম জাহানের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। এই উপলক্ষে কুষ্টিয়া বাসীকে ঈদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি রবিউল ইসলাম। তিনি বলেন, ঈদ সব শ্রেণী পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন এবং সবার জীবনে বয়ে আনে সুখ ও শান্তি। মাসব্যাপী কঠোর সিয়াম সাধনার পর মুসলমানদের জীবনে অনাবিল শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে ইদ-উল-ফিতর। আর ঈদ-উল-ফিতরের উৎসব মুসলমানদের নিবিড় ভ্রাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে। সকল সামাজিক ভেদাভেদ ভুলে গিয়ে মুসলমানরা এক কাতারে দাঁড়িয়ে ঈদের আনন্দ নিজেরা ভাগ করে নেয়। তাই ঈদ-উল-ফিতরের শিক্ষা নিয়ে আমাদের অঙ্গীকার হোক সকল হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ণ সমাজ এবং ওয়ার্ড গঠনের জন্য একযোগে কাজ করা। এই পবিত্র দিনে কুমারখালীবাসী তথা বাংলাদেশের প্রতিটি গৃহে প্রবাহিত হোক শান্তির অমীয় ধারা। আমি এই কামনা করি। আওয়ামী লীগ সরকারের অধিনে সারাদেশের প্রত্যন্ত অঞ্চলে তথা কুষ্টিয়ার ব্যাপক উন্নয়ন মূলক কাজ করেছেন মাহবুবউল আলম হানিফ এমপি। সে লক্ষ্যে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।