নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়া কুমারখালীর কয়ায় জোরপূর্বক চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে।
গট্টিয়া গ্রামের মৃত আজহার প্রামানিকের ছেলে শামীম (৪০) এর বিরুদ্ধে এই অভিযোগ ওঠে।
এ ঘটনায় কুমারখালীর কয়া সুলতানপুর গ্রামের মৃত কালু খাঁ এর ছেলে ভুক্তভোগী শরিকুল ইসলাম গত ১৩ জানুয়ারী ২০২২ ইং তারিখে কুমারখালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সুলতানপুর গ্রামের শরিকুল ইসলাম শ্রমিক দিয়ে কয়া ফুলতলা গড়াই নদীর বাঁধ নির্মাণের কাজ করাচ্ছেন। গত ৪ জানুয়ারী ২০২২ ইং তারিখে আনুমানিক সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে শ্রমিকদের পরিশোধের সময় গট্টিয়া গ্রামের মৃত আজহার প্রামানিকের ছেলে শামীম (৪০) সহ ৩/৪ জন ফুলতলা গড়াই নদীর পাড়ে উপস্থিত হয়ে শরিকুলের নিকট চাঁদা দাবি করে। শরিকুল চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শামীমসহ তার লোকবল গালিগালাজ করে এবং এক পর্যায়ে ৬০ হাজার টাকা চাঁদা নিয়ে যায়। পরবর্তীতে ৬ জানুয়ারী ২০২২ ইং তারিখে সকাল ১১ টায় শামীম সহ ৩/৪ আবারো চাঁদা দাবি করে। শরিকুল চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা আবারো গালিগালাজ করে এবং এক পর্যায়ে ৩০ হাজার টাকা চাঁদা নিয়ে যায়।
অভিযোগ সূত্রে আরো জানা যায়, গত ১৩ জানুয়ারী ২০২২ ইং তারিখে বিকেল ৫ টার সময় ০১৭১২৭৬৫৮২০ মোবাইল নম্বর থেকে কয়া সুলতানপুর গ্রামের মৃত তরফ খাঁ এর পুত্র শরিকুলের চাচা ইকবাল মাঝি (৫০) এর ০১৭৩৯১৮১৫২৬ নম্বরে ফোন নিয়ে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শামীমসহ ৩/৪ জন আনুমানিক ৬ টার সময় শরিকুলের অফিসে হুমকি-ধামকি প্রদান করে । এক পর্যায়ে জোরপূর্বক ৬০ হাজার টাকা চাঁদা নিয়ে যায়।
স্থানীয়রা জানায়, শামীম এর বিরুদ্ধে ইতিপূর্বে বিভিন্ন এলাকায় সন্ত্রাসীমূলক কর্মকান্ডের অভিযোগ রয়েছে। সে দীর্ঘদিন ধরে এ ধরনের কার্যক্রম করে আসছে।
এ বিষয়ে কয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউল হক স্বপন বলেন, কয়া ইউনিয়ন পরিষদের জনপ্রিয় জামিল হাসান বাচ্চু হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীমের বিরুদ্ধে ইতিপূর্বে এলাকায় বিভিন্ন ধরনের সন্ত্রাসীমূলক কর্মকান্ডের অভিযোগ রয়েছে। তবে চাঁদার বিষয়ে আমি এখনও কোন অভিযোগ পায়নি।
কুষ্টিয়া কুমারাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আকিবুল ইসলাম বলেন, আমার কাছে অভিযোগ এখনও আসেনি, আসলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে শামীম এর সাথে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন কেটে দেন।
দৈনিক দেশতথ্য//এল//