নিজস্ব প্রতিবেদক : বৈষ্যম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের মগফেরাত কামনা ও আহদের সুস্থ্যতা কামনা করে কুমারখালীর বাগুলাট ইউনিয়ন বিএনপির ও অঙ্গ সংগঠনের দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার বিকাল ৩টায় বাগুলাট মাধ্যমিক স্কুল মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী। মেহেদী রুমী বলেন, ভোট ছাড়া দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা অসম্ভব।
সেই জন্য যত তাড়াতাড়ি সম্ভব গণতান্ত্রিক ধারায়, সংবিধান অনুযায়ী জাতিকে নির্বাচনের মুখোমুখি করতে হবে। বিএনপির নেতা কর্মীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করার সময় এসেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে স্বৈরাচারীর ফরমায়েশি সকল মামলা ও সাজা অবিলম্বে প্রত্যাহারের দাবিতে এক অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশ নেতা তারেক রহমান গণতন্ত্রের প্রতিক। বিএনপি গণতন্ত্রের প্রতিক। বাগুলাট ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম ছরোয়ার মাষ্টারের সভাপতিত্বে দোয়া ও আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার সামসুজ্জাহিদ, জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মেজবাবুর রহমান পিন্টু, কুমারখালী থানা বিএনপির সদস্য সচিব এ্যাড. শাতিল মাহমুদ, অধ্যাপক নুরুল ইসলাম আসাদ, পান্টি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম মিলন, কুমারখালী উপজেলা শিক্ষক সমিতির নেতা আব্দুল হালিম মাষ্টার, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রোকনুজ্জামান রাসেল, কুমারখালী উপজেলা ছাত্রনেতা আবু কাউসার অপু, সাবেক ছাত্রনেতা এসএম দেওয়ানত আলী, যুবনেতা শারিফুল ইসলাম, যদুবয়রা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দেয়ানত আলী, মৎস্যজীবি দলের নেতা ঝন্টু বিশ্বাস, ছাত্রনেতা সজিব মাহমুদ, রাকিবুল ইসলাম, ফারুক আহমেদ, যতি, বাগুলাট ইউনিয়ন বিএনপির যুগ্ম-সম্পাদক পান্না মেম্বর, বিএনপি নেতা শাহিন উদ্দিন, অধ্যাপক আলী আজম প্রমুখ। বাগুলাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহম্মদ আলী স ালনায় দোয়া ও আলোচনা সভায় বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ৩১ আগষ্ট ২০২৪

Discussion about this post