Print Date & Time : 5 July 2025 Saturday 1:52 pm

কুমারখালীর শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান আলাউদ্দিন আহমেদ ডিগ্রী কলেজ

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি:
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ এর উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে আলাউদ্দিন আহমেদ ডিগ্রী কলেজ এবং শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো: চয়েন উদ্দিন মোল্লা।৭ জুলাই বৃহস্পতিবার সকালে কুমারখালী উপজেলা সম্মেলন কক্ষে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগীতা ও জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে এক অনুষ্ঠানে এ ঘোষণা দেয়া হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস আয়োজিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও বিতান কুমার মন্ডল।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান খান,বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র শামসুজ্জামান অরুন। এসময় উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান,প্রতিষ্ঠান প্রধান,শ্রেষ্ঠ শিক্ষক ও প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে ক্রেষ্ট ও পুরষ্কার তুলে দেয়া হয়।

দৈনিক দেশতথ্য//এল//