Print Date & Time : 22 April 2025 Tuesday 3:52 pm

কুমারখালী উপজেলা চেয়ারম্যানের বড় ভাইশের দাফন সম্পূর্ণ

 কুষ্টিয়ার কুমারখালীর জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সাত্তার খানের দাফন সম্পূর্ণ। 

সোমবার (২০ নভেম্বর) বাদ আসর জগন্নাথপুর ইউনিয়নের মহেন্দ্রপুর ঈদগাহ ময়দানে দ্বিতীয় জানাযার নামাজ শেষে তাকে মহেন্দ্রপুর কবরস্থানে দাফন করা হয়।

এর আগে কুমারখালী বড়জামে মসজিদ ঈদগাহ মাঠে বাদ যোহর মরহুমের প্রথম জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। তিনি ২০ নভেম্বর দিবাগত রাতে তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন। দীর্ঘদিন ধরে তিনি পক্ষাঘাতগ্রস্ত হয়ে বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন। 

মরহুম আলহাজ্ব আব্দুস সাত্তার খান মুক্তিযুদ্ধের সংগঠক বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ খানের ছোট ভাই, কুমারখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মান্নান খানের বড় ভাই এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সাধারণ সম্পাদক জাকারিয়া খান জেমসের বাবা। 

তিনি কুমারখালীর জগন্নাথপুর ও আমবাড়িয়া সংযুক্ত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়াও মহেন্দ্রপুর কবরস্থান ও ঈদগাহের সভাপতির দায়িত্ব পালন করেন, তিনি কুমারখালী বড় জামে মসজিদ, কুমারখালী এমএন পাইলট মাধ্যমিক বিদ্যালয়, কুমারখালী সরকারি কলেজের পরিচালনা পরিষদের সদস্য ছিলেন।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২০ নভেম্বর  ২০২৩