জাকের আলী শুভ,কুমারখালী (কুষ্টিয়া): আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালী এলাকার আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গতকাল বিকেলে কুমারখালী থানা চত্বরে কুমারখালী থানার সেকেন্ড অফিসার এস আই মোঃ নজরুল ইসলাম এর সঞ্চালনায় অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান তালুকদার এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, কুষ্টিয়া।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক এ্যাড. জয়দেব কুমার বিশ্বাস, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক রেভা: জাকের আলী শুভ, ধর্ম বিষয়ক সম্পাদক পাষ্টর ডেভিড সরকার, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি নব কুমার দত্ত, সাধারণ সম্পাদক এ্যাড. শংকর মজুমদার কাজল, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ কুমারখালী শাখার সভাপতি শুধাংসু কুমার ঘোষ, পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর এস এম রফিক, ২নং ওয়ার্ড কাউন্সিলর ফরিদ ইকবাল খান, বিভিন্ন পূজা ম-পের সভাপতি-সম্পাদকবৃন্দ প্রমূখ।
সভায় প্রধান অতিথি মোঃ আতিকুল ইসলাম বলেন- পূজা উদযাপন যেন নির্বিঘে সম্পন্ন করা যায় এ ব্যাপারে থানা পুলিশ সকল নির্দেশনা অনুসরণ ও স্বেচ্ছাসেবী নিয়োগসহ নিকটস্থ পুলিশ ইউনিটের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করবেন। তিনি সকল পূজাম-পে সিসি ক্যামেরার ব্যবহার নিশ্চিত করার জন্য পূজা উদযাপন কমিটির প্রতি আহবান জানান।
সভাপতির বক্তব্যে অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান তালুকদার বলেন, এবার উপজেলায় ৫৬ টা স্থানে পূজা উদযাপন করা হবে।
দৈনিক দেশতথ্য//এল//