কুমারখালী প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালী শহরের হরিজন সম্প্রদায়ের পরিচ্ছন্নতাকর্মীদের জীবনমান উন্নয়নে উন্নত আবাসনের জন্য বহুতল ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছিলো বিগত সরকার।
যারা শহরের সরকারি অফিস ভবন, স্কুল, কলেজ, হাসপাতাল, রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজে নিয়োজিত। কুমারখালীর হরিজন সম্প্রদায়ের এমন পরিবার পেতে যাচ্ছেন বহুতল ভবনে একটি করে সরকারি ফ্ল্যাট।
এরই লক্ষ্যে কুমারখালী এলজিইডির বাস্তবায়নে শহরের পৌর কলোনীতে নির্মাণ করা হচ্ছে ৭ তলা ভবন।
কুমারখালী এলজিইডির নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, ৭ তলা বিশিষ্ট এই বহুতল ভবন নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় ৮ কোটি টাকা। ভবনের মধ্যে ৩৫/৩৬টি পরিবারের জন্য থাকার ব্যবস্থা থাকবে। ছোট পরিবারের কথা মাথায় রেখে প্রতি ফ্ল্যাটে থাকছে এটাচ বাথসহ ১টি মাস্টার বেডরুম, কমন বাথরুম, একটি কিচেন, একটি ড্রাইনিং কাম ড্রইং রুম ও বারান্দা।
এদিকে হরিজন সম্প্রদায়ের বসবাসের আবাসন ভবন নির্মাণের কাজ পেয়েছে সৈকত এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারূ প্রতিষ্ঠান।
উক্ত ভবনের কাজে ব্যবহৃত হচ্ছে নিম্নমানের সামগ্রী। কাজের সাইটে এলজিইডি’র কোন কর্মকর্তা / কর্মচারী পাওয়া যায়নি। যেখানে ১ নং ইটের জায়গায় ৩ নং ইট,নোংরা পাথর ও এ্যাংকর সিমেন্ট।
এ ব্যপারে মুঠোফোনে এলজিইডি’র প্রকৌশলী নাজমুল হোসেন বলেন, না ভাই কাজ সঠিক হচ্ছে,আপনারা বললেই হবে নাতো,আমি নিয়মিত তদারকি করছি। “চলবে”

Discussion about this post