নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল, কুমারখালী উপজেলা শাখার নব-নির্বাচিত আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় কুষ্টিয়া জেলা বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। কুমারখালী উপজেলা শাখার আহবায়ক কমিটির যুগ্ম-আহবায়ক আব্দুর রাজ্জাক বাচ্চুর সভাপতিত্বে সদস্য সচিব এ্যাড. শাতিল মাহমুদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুমারখালী পৌর বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক আল কামাল মোস্তফা, সদস্য সচিব হাজী মনোয়ার হোসেন, কুষ্টিয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার সামসুজ্জাহিদ।
বক্তব্য রাখেন, কুমারখালী উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ওহিদুল ইসলাম সাবু, নুরুল ইসলাম আসাদ, আমিরুল ইসলাম, গোলাম সরোয়ার বিশ্বাস, মহম্মদ আলী, আহবায়ক কমিটির সদস্য মোঃ ইউসুফ আলী মোল্লা, সিরাজ উদ্দিন খান, মোঃ গোলাম আজম, ফেরদৌস খন্দকার পরাগ, জিয়াউর রহমান জিয়া, আকমাল হোসেন, আজাদ আলী, ঝন্টু বিশ্বাস, সেলিম রেজা মন্ডল, আব্দুল হান্নান, ইসলাম শেখ, মোঃ ওসমান, আব্দুল মজিদ, মোঃ আব্দুল্লাহ, মোঃ আক্কাস আলী, আব্দুস সালাম মন্ডল, আব্দুর রাজ্জাক, মোঃ কামাল উদ্দিন বিশ্বাস, জাকির হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় প্রধান অতিথির বক্তব্য সৈয়দ মেহেদী আহমেদ রুমী বলেন, সরকারের এগারো দফা বিধিনিষেধ মানুষের জীবন রক্ষা করতে জারি করা হয়নি। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, কুমারখালী উপজেলা বিএনপির আহবায়ক লুৎফর রহমান, যুগ্ম-আহবায়ক আবুল কালাম আজাদ, যুগ্ম-আহবায়ক খন্দকার আতিকুজ্জামান আলমগীরেরসহ ধর্মিনীর রোগ মুক্তি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post