ছাব্বির কুমারখালীঃ
কুষ্টিয়ার কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অত্যাধুনিক প্রসূতি টেবিল প্রদান করেন কুমারখালী পৌরসভার মেয়র সামসুজ্জামান অরুণ।
আজ ১১ জানুয়ারি মঙ্গলবার সকালে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ আকুল উদ্দিনের কাছে এই অত্যাধুনিক প্রসূতি টেবিল হস্তান্তর করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সামসুজ্জামান অরুণ।
পূর্বের পুরাতন প্রসূতি টেবিলের কারনে অনেক সময় গর্ভবতী মায়েদের বেশ কষ্ট পেতে হতো কেননা সেই প্রসূতি টেবিল ছিল গতানুগতিক টেবিলের ন্যায় তাই প্রসূতি মায়েদের ডেলিভারির সময় পিঠে ব্যাথাসহ যন্ত্রণার ভোগ করতে হতো।
প্রদানকৃত অত্যাধুনিক প্রসূতি ডেলিভারি টেবিলটি নরম ম্যাটস দিয়ে আবৃত বিধায় আরামদায়ক ও উঠানো নামানো সহজ।
এবিষয়ে কুমারখালী পৌরসভার মেয়র সামসুজ্জামান অরুণ বলেন, গত সপ্তাহে হাসপাতাল পরিদর্শনে এসে জরাজীর্ণ এন্যালগ প্রসূতি টেবিল দেখে আমি একটি অত্যাধুনিক প্রসূতি টেবিল প্রদান করলাম,এতে প্রসূতি মায়েদের একটু হলেও কষ্টটা লাঘব হবে।
কুমারখালী উপজেলা পঃপঃ কর্মকর্তা ডাঃ মোঃ আকুল উদ্দিন জানান, মেয়র মহাদয়ের এই অত্যাধুনিক প্রসূতি টেবিলটি প্রদান করাতে স্বাস্থ্য কমপ্লেক্সের প্রসূতি রোগীদের জন্য একটি আধুনিক সুযোগ সুবিধার দ্বার উন্মোচিত হলো।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post