Print Date & Time : 28 July 2025 Monday 9:39 pm

কুমারখালী হানাদার মুক্ত দিবস পালিত

১৯৭১ সালে ৭ ও ৮ ডিসেম্বর কুষ্টিয়ার কুমারখালী শহরে মুক্তিযোদ্ধাদের সাথে পাক বাহিনী, রাজাকার ও আল বদরদের দুইদিন ব্যাপক সংঘর্ষ হয়ে বীর মুক্তিযোদ্ধারা ৯ ডিসেম্বর কুমারখালী শহর শত্রুমুক্ত করে।

দিনটি স্মরণীয় করে রাখতে কুমারখালী মুক্ত দিবস উপলক্ষে শনিবার ৯ ডিসেম্বর দুপুরে কুমারখালী উপজেলা মুক্তিযোদ্ধাদের আয়োজনে মুক্তিযোদ্ধা, সুধিজন ও সন্তান কমান্ডের সমাবেশ, কুমারখালী মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় ৯ ডিসেম্বর কুমারখালী মুক্ত দিবস উদযাপন কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ আকমল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ৪ আসনের সাংসদ সদস্য ব্যারেস্টার সেলিম আলতাফ জর্জ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালী মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এটিএম আবুল মনসুর মজনু, বীর মুক্তিযোদ্ধা সোলাইমান জোয়ার্দার, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রফিক, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সুরুজসহ উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও সন্তানবৃন্দ উপস্থিত হয়।

খালিদ  সাইফুল // দৈনিক দেশতথ্য // ৯ ডিসেম্বর ২০২৩