সুন্দরবনের ঢাংমারী খালে গোসল করতে নেমে কুমিরের সঙ্গে লড়াই করে প্রাণে বেঁচে ফিরেছেন এক যুবক। মঙ্গলবার (০৯ আগস্ট) দুপুরে সুন্দরবনের ঢাংমারী খালে গোসল করতে নামলে একটি কুমির ওই যুবককে আক্রমন করে। একপর্যায়ে কুমিরের সঙ্গে লড়াই ও চোখে আঙ্গুল দিয়ে প্রাণে বেঁচে এসেছে সে।
রাজু হাওলাদার নামের ওই যুবক খুলনার দাকোপ উপজেলার বানীশান্তা ইউনিয়নের পূর্ব ঢাংমারী এলাকার খ্রিস্টান পাড়ার বাসিন্দা নজির হাওলাদারের ছেলে।
পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের (মোংলা) ঢাংমারী স্টেশন কর্মকর্তা মো. সাইফুল বারী জানান, সুন্দরবনের ঢাংমারী খালে মঙ্গলবার দুপুরে গোসল করতে নামেন রাজু হাওলাদার নামের এক যুবক। সুন্দরবনের খালে গোসল করতে নামতেই একটি কুমির তার উপর আক্রমণ করে। এ সময় কুমিরটি রাজুর ডান পায়ের হাঁটুর উপরের দিকে কামড়ে ধরে। একপর্যায়ে কুমিরের চোখে আঙ্গুল ঢুকিয়ে দেয় রাজু। চোখে আঘাতপ্রাপ্ত হয়ে কুমিরটি রাজুর পায়ের কামড় ছেড়ে দিলে সে দ্রুত উপরে উঠে আসে। এর পর কুমিরটি খালে ডুব দিয়ে চলে যায়।
তিনি আরও বলেন, কুমিরের কামড়ে রাজুর পায়ের ক্ষত জায়গায় চিকিৎসা দেয়া হয়েছে। সে বর্তমানে সুস্থ ও বাড়িতেই রয়েছে। খুলনার একটি শিক্ষাপ্রতিষ্ঠানে অনার্স অধ্যয়নরত রয়েছে সে। তাদের বাড়িটি পূর্ব সুন্দরবনের ঢাংমারী খালের পাশেই। বাড়িতে আসার পর রাজুকে খালে নেমে গোসল করতে নিষেধ করে তার পরিবার।তবুও নিষেধ অমান্য করে খালে গোসল করতে নামলেই এ ঘটনাটি ঘটেছে বলেও জানিয়েছেন তিনি।
এবি//দৈনিক দেশতথ্য//আগস্ট ১০,২০২২//

Discussion about this post