শেখ দীন মাহমুদ,খুলনা প্রতিনিধি: খুলনার দাকোপে নদীতে জাল টেনে মাছ ধরার সময় এক জেলেকে কুমিরে টেনে নেওয়ার
ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৭ জুন) সন্ধ্যায় উপজেলার সুতারখালী ইউনিয়নের
কালাবগী ঝুলন্তপাড়ার শিবসা নদীর চরে এ ঘটনাটি ঘটে। তবে ঘটনার পর থেকে এখনও পর্যন্ত নিখোঁজ জেলের কোন সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ জেলে খায়রুল মোড়ল কালাবগীর ঝুলন্ত পাড়া এলাকার বাসিন্দা জনৈক আরশাদ মোড়লের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, অফিসের সন্নিকটে নদীর চরে কালাবগী ষ্টেশনের
রাঁধুনী বুলবুল ও একই এলাকার আরশাদ মোড়লের পুএ খায়রুল ইসলাম ক্ষেপলা জাল
টেনে মাছ ধরছিল। এসময় আকস্মিক নদীর মধ্য থেকে কুমির এসে খায়রুলকে ধরে
নিয়ে যায়। এসময় সাথে থাকা বুলবুলের চিৎকারে লোকজন ছুঁটে আসলেও শেষ রক্ষা
হয়নি। ততক্ষনে খায়রুলকে কুমিরে টেনে নিয়ে নদীর তলদেশে পানির ভেতরে নিয়ে
চলে যায়। সর্বশেষ এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ জেলের সন্ধান পাওয়া
যায়নি।
দৈনিক দেশতথ্য// এইচ//

Discussion about this post