Print Date & Time : 23 August 2025 Saturday 1:35 pm

কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজে এমবিবিএস শিক্ষার্থদের নবীন বরণ

মীর আনোয়ার হোসেন টুটুল:
টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের এমবিবিএস ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ১০৭ জন ছাত্রীদের পরিচিতি অনুষ্ঠান হয়েছে।
আজ মঙ্গলবার (১৭ জুন) কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের বিপি পতি মিলনায়তনে উৎসব মুখর পরিবেশে এ পরিচিতি অনুষ্ঠান হয়।

এ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ আলোচনা সভা ও ছাত্রীদের ফুলেল শুভেচ্ছাসহ বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের পিন্সিপাল প্রফেসর ডা. এম এ হালিম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমুদিনী ওয়ল ফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল বিডি লি. এর পরিচালক শ্রী মহাবীর পতি এবং কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায়। এছাড়া পরিচিতি অনুষ্ঠানে কুমুদিনী হাসপাতাল ও কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের বিভাগী চেয়ারম্যান, চিকিৎসক, বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং নবাগত শিক্ষার্থীদের অভিভাবকসহ স্থানীয় গণমাধ্যমকর্মীগন।
কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের কর্মকর্তাগন জানান, চলতি ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে ১০৭ জন ছাত্রী ভর্তির সুযোগ পেয়েছেন। এরমধ্যে বাংলাদেশী ৮৯ জন এবং বিদেশী কোঠায় ১৮ জন। আজ মঙ্গলবার থেকে পরিচিতি অনুষ্ঠানের মাধ্যমে তাদের আনুষ্ঠানিক ভাবে ক্লাস শুরু হচ্ছে।