মীর আনোয়ার হোসেন টুটুল:
টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী হাসপাতালে সৌদি প্রবাসির স্ত্রী বিথী আক্তার (২৩) এক সঙ্গে সন্তান জন্ম দিয়েছেন।
আজ বৃহস্পতিবার ৪ সেপ্টেম্বর সকালে কুমুদিনী হাসপাতালের প্রসুতি (৯অবস) বিভাগে নরমাল (স্বাভাবিক) অস্ত্রপাচারের মাধ্যমে এই চার সন্তানের জন্ম হয়। চার সন্তানের মধ্যে তিন জন ছেলে একজন কন্যা সন্তান।
কুমুদিনী হাসপাতাল ও বিথী আক্তারের পারিবারিক সুত্র জানায়, গত চার বছর পুর্বে টাঙ্গাইলের কালিহাতি উপজেলার কোকডহরা ইউনিয়নের বল্লা গ্রামের লিয়াকত আলীর ছেলে সৌদি প্রবাসি নাজমুলের সঙ্গে একই জেলার বাসাইল উপজেলার হাবলা ইউনিয়নের আদাজন গ্রামের বাদল মিয়ার কন্যা বিথীর বিয়ে হয়। কিছু দিন পুর্বে বিথীর আক্তার স্বামী নাজমুল ইসলাম ছুটিতে এসে আবার সৌদি চলে যান। আজ বৃহস্পতিবার সকালে সৌদি প্রবাসির স্ত্রী বিথী আক্তার প্রসব ব্যথা নিয়ে কুমুদিনী হাসপাতালে ভর্তি হন।
পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকগন তাকে নরমাল অস্ত্রপাচারের মাধ্যমে সন্তান প্রসবেরর জন্য পরামর্শ দেন। দুপুরের দিকে অস্ত্রপাচার হলে বিথী আক্তারের একে একে চারজন নবজাতক জন্ম দেন। কুমুদিনী হাসপাতালের চার তলায় সিসিউতে চার সন্তানই সুস্থ রয়েছে বলে বিথী আক্তারের বাবা বাদল মিয়া জানিয়েছেন।
এদিকে কুমুদিনী হাসপাতালে গৃহবধু বিথী আক্তারের এক সঙ্গে চার সন্তানের জন্ম দানের খবর ছড়িয়ে পরলে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনসহ বিভিন্ন এলাকা থেকে আসা লোকজন শিশুদের এক নজর দেখার জন্য ভিড় জমিয়েছে।
এ ব্যাপারে কুমুদিনী হাসপাতালে প্রসুতি বিভাগের চিকিৎসক ডা. সুমা আক্তারসহ নার্স ও অন্য চিকিৎসকগন জানিয়েছেন, বিথী আক্তার ও তার চার নবজাতক সুস্থ রয়েছে। তাদের সুচিকিৎসার জন্য হাসপাতাল থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

Discussion about this post