গোফরান পলাশ, কলাপাড়া (পটুয়াখালী): পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভার প্রাণ কেন্দ্রে অবস্থিত কচ্ছপখালী খালটির পরিস্কার পরিছন্নতা কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও কুয়াকাটা পৌর প্রশাসক ইয়াসিন সাদেক, কলাপাড়া প্রেসক্লাবের আহ্বায়ক মো. হুমায়ুন কবির, পৌর জামায়েতে ইসলামী’র আমির মাওলানা শহিদুল ইসলাম, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সম্পাদক সাইদুর রহমান সোহেল, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, সাধারণ সম্পাদক হোসাইন আমির, কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি কাজী সাঈদ প্রমূখ।