Print Date & Time : 5 May 2025 Monday 8:02 pm

কুয়াকাটায় জব্দকৃত জাটকা এতিমদের মাঝে বিতরণ

গোফরান পলাশ, কলাপাড়া: পটুয়াখালীর কুয়াকাটায় নৌ পুলিশের অভিযানে ৪০ কেজি জাটকা সহ রিশাত প্যাদা নামের রাঙ্গাবালীর এক জেলেকে আটক করা হয়েছে।
পরে এসব জাটকা ইলিশ স্থানীয় এতিমখানা, মাদ্রাসার দুস্থ ও অসহায়দের মাঝে বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বঙ্গোপসাগর সংলগ্ন গঙ্গামতি এলাকা থেকে এসব মাছ জব্দ করে কুয়াকাটা নৌ পুলিশ।

সূত্র জানায়, মৎস্য আইন অনুযায়ী, এতদিন জাটকার আকার ছিল নয় ইঞ্চি। কিন্তু সম্প্রতি সে আকার এক ইঞ্চি বাড়ানো হয়েছে। এখন জাটকা বলতে বোঝানো হবে ১০ ইঞ্চি মাপের বাচ্চা ইলিশ।

কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ দেলোয়ার হোসেন জানান, জাটকা ইলিশ বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ করা হয়েছে। বাজারে ও আড়তে আমাদের নিয়মিত অভিযান চলবে।

দৈনিক দেশতথ্য//এইচ//