মাত্র ৩০ শতাংশ অগ্রিম বুকিং হওয়ায় ব্যবসায়ীরা হতাশ
ঈদ-উল-আযহার সরকারি ছুটি শুরু হয়েছে আজ থেকে। আর মাত্র একদিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদ-উল-আযহা। এ উৎসবকে ঘিরে আজ ২৭ তারিখ থেকে টানা পাঁচ দিনের ছুটির ফাঁদে দেশ। তারপরও অগ্রিম বুকিংয়ের হিড়িক নেই কুয়াকাটা হোটেল মোটেল ও রিসোর্টে। ঈদ মৌসুমকে ঘিরে ইতিমধ্যে প্রস্তুতি শেষ করেছে পর্যটন নির্ভর ব্যবসায়ীরা।
গত ঈদ-উল-ফিতরের ছুটির পর থেকে তেমন কোন পর্যটকদের উপস্থিতি ছিল না কুয়াকাটায়। তাই এবারের ঈদকে সামনে রেখে ব্যপকভাবে প্রস্তুতি নিয়েছে পর্যটন ব্যবসায়ীরা। বিগত দিনের ক্ষতি কিছুটা পুষিয়ে নেওয়ার স্বপ্ন দেখছে তারা।
সূত্র জানায়, গত বছরের এমন সময় কুয়াকাটার হোটেল মোটেলের রুম অগ্রিম বুকিং হয়েছিল প্রায় ৭০%। কিন্তু এবারের চিত্র একেবারেই উল্টো। এখন পর্যন্ত ৩০% অগ্রিম বুকিং হয়েছে প্রথম সারির কিছু হোটেল মোটেলে। দ্বিতীয় ও তৃতীয় মানের হোটেল মোটেলের রুম ফাঁকা রয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষরা। এমন অবস্থার জন্য বৈরী আবহাওয়াকে দুষছেন তারা।
স্থানীয়রা বলছেন এবারের ঈদের সময় পর্যটক খড়ায় থাকতে পারে দেশের দ্বিতীয় সমুদ্র সৈকত কুয়াকাটা। বহুল প্রত্যাশিত পদ্মাসেতু হওয়ার ফলে সাগরকন্যা খ্যাত কুয়াকাটা দিনে দিনে পর্যটকদের কাছে প্রধান আকর্ষণীয় স্থানে পরিনত হয়েছে। এক সময় ঢাকা থেকে কুয়াকাটা আসতে সময় লাগতো ১০/১২ ঘন্টা সেখানে পদ্মাসেতু হওয়ার ফলে ৫/৬ ঘন্টায় পৌঁছা যায়। সূর্যাস্ত ও সূর্যোদয় একই জায়গায় দাড়িয়ে উপভোগ করা যায় বলে গত বছর পদ্মাসেতু উদ্বোধনের পর পরই বর্ষামৌসুমে কানায় কানায় পর্যটকদের উপস্থিতি ছিল। ব্যস্থতা ছিল পর্যটন নির্ভর ব্যবসায়ীদের মাঝে। এবার তেমনটা অগ্রিম বুকিংয়ের সাড়া মেলেনি বলে জানিয়েছেন হোটেল মোটেলের কর্তৃপক্ষ।
আবাসিক হোটেল খাঁন প্যালেসের ব্যবস্থাপনা পরিচালক মো. রাসেল খাঁন বলেন, গত বছর এমন সময় আমাদের রুম রিজার্ভড হয়েছিল প্রায় ৮০% । এবারে এখন পর্যন্ত ৪০% হয়েছে। আশা করি আরো কিছু রুম বুকিং সম্পন্ন হবে শীঘ্রই। তবে আমি মনে করি রাজনৈতিক ইস্যু আর অর্থনৈতিক মন্দা ইতোমধ্যে ট্যুরিজমে ইফেক্ট পড়তে শুরু করছে।
কুয়াকাটার অভিজাত হোটেল সিকদার রিসোর্টের এজিএম আলআমিন উজ্জ্বল আপন বলেন, আবহাওয়া অনুকূলে থাকলে হয়তো পর্যটকদের চাপ বাড়বে কুয়াকাটায়। এখনো অনেক পর্যটক খোঁজ খবর নিয়ে রাখছেন। প্লান করে হয়ত বুকিং কাজটা সেরে ফেলবেন। আপাতত: আমাদের রুম রিজার্ভড হয়েছে প্রায় ৫০%।
কনফিডেন্স ট্যুরিজমের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইদুর রহমান বলেন, এবারে এখন পর্যন্ত তেমন ফোন আসেনি।
টু্রিস্ট পুলিশ কুয়াকাটা জোনের পরিদর্শক হাসনাইন পারভেজ বলেন, ঈদ আনন্দ উপভোগ করতে পর্যটক আগমন বাড়বে। সেটা মাথায় রেখে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে আমরা প্রস্তুত।
এবি//দৈনিক দেশতথ্য//জুন ২৭,২০২৩//

Discussion about this post