Print Date & Time : 21 August 2025 Thursday 11:18 pm

কুয়াকাটায় মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মিজান, সম্পাদক বাদল

গোফরান পলাশ, পটুয়াখালী: বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) পটুয়াখালী জেলা শাখার নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।
রবিবার রাতে কুয়াকাটা পর্যটন হলিডে হোমস অডিটোরিয়ামে এক সভায় এই কমিটি ঘোষণা করা হয়।
সাংবাদিক মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় সর্বসম্মতিক্রমে দৈনিক নয়াদিগন্তের কুয়াকাটা সংবাদদাতা মো. মিজানুর রহমানকে সভাপতি এবং দৈনিক বণিক বার্তা ও এশিয়ান টিভির পটুয়াখালী প্রতিনিধি মো. বাদল হোসেনকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।

নতুন এই কমিটি জেলার সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, অধিকার আদায় ও ঐক্য সংহতির লক্ষ্যে কাজ করবে বলে প্রত্যয় ব্যক্ত করেন নেতারা।