Print Date & Time : 11 May 2025 Sunday 3:05 am

কুয়েট শিক্ষার্থীর আত্মহত্যা:কর্তৃপক্ষ যা বললেন

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর টেক্সটাইল
ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় বর্ষের মেধাবী শিক্ষার্থী অন্তু রায়ের মৃত্যু নিয়ে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে বলে দাবি করেছেন কুয়েট কর্তৃপক্ষ।

গত কয়েকদিনে জাতীয় দৈনিক, অনলাইন ও স্থানীয় কয়েকটি পত্রিকায় ‘আত্মহত্যার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়ায়’ প্রকাশিত ওই সব সংবাদে বলা হয়েছে, ২০১৮ সালে
কুয়েটে ভর্তির পর থেকে থাকা-খাওয়ার জন্য রশীদ হলে ১৮ হাজারের বেশি টাকা বকেয়া পড়ায় অন্তু নন বোর্ডার হয়ে যায়। তাছাড়া সে সেন্ট্রাল ভাইভাও দিতে পারেনি।
কয়েকজনের উদ্ধৃতি দিয়ে ওই সংবাদে আরও বলা হয়, ‘সামান্য টাকার জন্য কেনো অন্তুদের হলে নাম কাটা যাবে! কেনো ভাইভা দিতে পারে না! কুয়েট কেনো খোঁজ
নিলো না! বিভিন্ন প্রিন্ট ও অনলাইন সংবাদপত্রে প্রকাশিত এসব মিথ্যা তথ্যে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানটির ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে জানিয়ে কর্তৃপক্ষ জানান, প্রকৃতপক্ষে বিশ্ববিদ্যালয়ের ড. এম. এ. রশীদ হলে অন্তু রায়ের ২০২০ সালের ফেব্রুয়ারি থেকে ২০২২ সালের মার্চ পর্যন্ত হল ভর্তি ও সিট বরাদ্দ বাবদ বকেয়া ছিল ৬ হাজার ৬৫৫ টাকা। আর অন্তু কখনও হলে ডাইনিং ব্যবহার করেনি। ফলে তার খাওয়া বাবদ কোন বকেয়া নেই এবং এজন্য তাকে ‘নন বোর্ডার’ করার কোন বিষয় নেই। হলের পক্ষ থেকেও টাকা পরিশোধের জন্য তাকে কোনভাবে চাপ প্রয়োগ করা হয়নি। বরং তার পারিবারিক অবস্থার কথা বিবেচনা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দ্রুতই তাকে হলে থাকার ব্যবস্থাও করেছিলেন। এছাড়া হলের বকেয়া টাকার সাথে সেন্ট্রাল ভাইভার কোন সম্পর্ক নেই। অন্তু রায় দ্বিতীয় বর্ষে সকল পরীক্ষায় অংশ নিয়েছিল। কিন্তু সেন্ট্রাল ভাইভাতে অংশ নেয়নি এবং এর কোন কারণও এখন পর্যন্ত জানা যায়নি। মূলত: একটি পক্ষ ব্যক্তি স্বার্থ হাসিলে সাংবাদিকদের মিথ্যা তথ্য প্রচার করে কৌশলে
পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করছে বলেও জোনিয়েছেন সংশ্লিষ্ঠরা। এদিকে ঘটনার দিন অন্তু রায়ের দুঃখজনক মৃত্যুর খবরে কুয়েট এর ভাইস চ্যান্সেলরের নির্দেশে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ড.
মো. আব্দুল হাসিব, সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক ও পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. ইসমাইল সাইফুল্লাহ তার বাড়িতে ছুটে যান এবং শোক-সন্তপ্ত পরিবারের খোঁজখবরও নিয়েছেন। একই সাথে তার অন্ত্যেষ্টিক্রিয়ারও ব্যবস্থা করেন। এঘটনায় অন্য কোন কারণ আছে কি না তা খতিয়ে দেখতে ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে বলেও সাংবাদিকদের জানানো হয়।
সর্বশেষ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এ ধরনের বিভ্রান্তকর তথ্য সরবরাহ ও বক্তব্য প্রদান থেকে সকলকে বিরত থাকার আহবান জানান।

এবি//দৈনিক দেশতথ্য//৭ এপ্রিল ২০২২//