হাটহাজারীতে পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সব ধরনের মসলা জাতীয় পণ্যের দর বেড়েছে।
সরেজমিনে রবিবার বিকালে হাটহাজারী পৌরস়ভা বাজার ঘুরে দেখা যায়, এখানে দেশী ও আমদানি করা আদা বিক্রি করা হচ্ছে ২৯০ থেকে ৩০০ টাকায়, যা গত এক সপ্তাহ আগে ২৮০ টাকা দরে বিক্রি হয়েছে, পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি প্রতি ৪০ টাকা, রসুন ১৬০ থেকে ১৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে সপ্তাহখানেক আগে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছিলো ৬০/৭০ টাকায়। বাজারে ধনিয়া, লবঙ্গ, দারুচিনিসহ দাম বেড়েছে বেশ কিছু মশলার। মুসলিম ধর্মীয় বড় উৎসব ঈদুল আজহায় মসলা জাতীয় পণ্যের চাহিদা বেশি থাকে। ফলে স্বাভাবিকের চেয়ে একটু বেশি দরে এ পণ্যগুলো বিক্রি হচ্ছে। বাজারে এলাচ কেজি প্রতি ১৮০০ থেকে ১৯০০ টাকা ও জিরা কেজি প্রতি ৮৫০ থেকে ৯০০ টাকায় বিক্রি হচ্ছে। শুধু এই পণ্যই নয়, অন্য মসলার ক্ষেত্রেও বাজার দর ঊর্ধ্বমুখী।
হাটহাজারী বাজারের সৈয়দ স্টোরের সত্বাধীকারি ব্যবসায়ী মনজুরুল আলম মিন্টু, আবুল হোসেনসহ আরও কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বললে তারা জানান, পাইকারি বাজারের মসলার সরবরাহ কম হওয়ায় বেশি দামে কিনে এনেছি; তাই বেশি দামে বিক্রি করি। এছাড়াও ঈদের আগে যেভাবে বেচাকেনা হয়, এবার তা হচ্ছে না বলেও জানিয়েছেন এই বাজারের ব্যবসায়ীরা।
বাজারে মসলা কিনতে আসা ক্রেতা মাসুদ জানান, বাজারে গিয়ে যে পণ্যগুলো কিনতে চাই, তা অধিক দামের কারণে আর পারছি না। প্রত্যেকটি পণ্যেরই দাম বেড়েছে। বিষয়টি স্থানীয় প্রশাসনের গুরুত্বের সঙ্গে দেখা দরকার।
বাজারে মসলা কিনতে আসা ক্রেতাদের দাবি, স্থানীয় প্রশাসনের সঠিক দর মনিটরিং জোরদার করা গেলে মসলাসহ প্রতিটি পণ্যের দাম নিয়ন্ত্রণে থাকবে।
এই বিষয়ে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মো.শাহিদুল আলম জানিয়েছেন, বাজার মনিটরিং আমাদের নিয়মিত কাজ। তার পরেও ঈদকে সামনে রেখে বাজার মনিটরিং করা হবে। প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলেও জানান তিনি।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ২৫ জুন ২০২৩