শেখ জাহাঙ্গীর আলম শাহীন, লালমনিরহাট:
লালমনিরহাটে করতোয়া কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যান হতে বিপুল পরিমান ভারতীয় শাড়ি কাপড় উদ্ধার করেছে বিজিবি
যার আনুমানিক মূল্য সোয়া তিন কোটি টাকা হবে ১৫ বিজিবি নিশ্চিত করেছে।
আজ সোমবার (১৪ অক্টোবর) ভোর রাতে জেলা সদরের তিস্তা সেতুর টোল প্লাজায় করতোয়া কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যান তল্লাশি করলে ১৫ বিজিবি কাভার্ড ভ্যান বোঝাই ভারতীয় শাড়ি, পাঞ্জাবি, ও প্যান্ট পিস জব্দ উদ্ধার করে। এসব পণ্যের মূল্য প্রায় সোয়া তিন কোটি টাকা ।
লালমনিরহাট ১৫ বিজিবি প্রেসনোটি দিয়ে জানায়, লালমনিরহাট ১৫ বিজিবির অধিনে গংগারহাট বিওপির টহল দলের নজরে আসে করোতোয়া কাভার্ড ভ্যান বোঝাই করে ভারতীয় পণ্য পাচার হয়ে যাচ্ছে। টহল টিমটি সদর উপজেলার বড়বাড়ি এলাকায় কুড়িগ্রাম- ঢাকা মহাসড়কে ওতপেতে অবস্থান নেয়। নাগেশ্বরীর গংগারহাট হতে থেকে ছেড়ে আসা করতোয়া কুরিয়ার সার্ভিস একটি কার্ভার্ড ভ্যানকে দাঁড়ানোর জন্য সংকেত দেয়। কিন্তু ভ্যানটি না দাঁড়িয়ে রংপুর অভিমুখে দ্রুত যেতে থাকে। বিজিবির সদস্যরা ধাওয়া দিয়ে তিস্তা টোল প্লাাজায় গাড়িটি আটক করে তল্লাশি চালায়। এসময় কাভার্ড ভ্যানের মধ্যে থাকা এক হাজার ৪৬৬ পিস ভারতীয় শাড়ি, এক হাজার ৪৭৯ পিস পাঞ্জাবি ও এক হাজার পিস প্যান্ট পিস উদ্ধার করা হয়। যার সিজার মূল্য ৩ কোটি ১৯ লাখ ২৭ হাজার টাকা। লালমনিরহাট ১৫ বিজিবির অধিনায়ক কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ জানান, এ বিষয়ে লালমনিরহাট সদর থানায় মামলা হয়েছে।

Discussion about this post