Print Date & Time : 3 May 2025 Saturday 10:43 pm

কুলাউড়ায় গণপিটুনিতে যুবকের মৃত্যু 

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলার কুলাউড়ায় চুরির অভিযোগে গণপিটুনিতে জায়েদ মিয়া (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ই আগস্ট) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কুলাউড়া হাসপাতালে আনার পর তার মৃত্যু হয়। নিহত যুবক উপজেলার সদর ইউনিয়নের বালিচিরি গ্রামের মিরজান মিয়ার ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রের বরাতে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের বালিচিরি গ্রামে চাইল্ড কেয়ার একাডেমি নামের একটি কেজি স্কুল থেকে ফ্যান সম্প্রতি চুরি হয়। ওই চুরির ঘটনায় মঙ্গলবার রাতে জায়েদ মিয়াকে আটক করে পিটুনি দেয় স্থানীয়রা। রাত আনুমানিক ১০টার দিকে তাকে আটক করে বেধড়ক মারধর শুরু করে এলাকার বিক্ষুব্ধ লোকজন। পরে স্থানীয় কিছু লোক ও কুলাউড়া থেকে আসা সাধারণ কয়েকজন শিক্ষার্থী এগিয়ে এসে জায়েদকে উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায় মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত যুবকের মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান মরদেহের দাফন সম্পন্ন করে পরিবার অভিযোগ করবে। মৃত্যুর ঘটনায় তদন্তক্রমে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ০১৭৪৫৯৩৯৪৪৮

এবি//দৈনিক দেশতথ্য//আগস্ট ২৮,২০২৪//