Print Date & Time : 9 August 2025 Saturday 10:13 pm

কুলাউড়ায় নিম্ন আয়ের মানুষদের মধ্যে সাশ্রয়ী পণ্যের কার্ড বিতরণ

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

সারাদেশে স্বল্প আয়ের মানুষকে প্রতি মাসে সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্য সরবরাহ করতে ১ কোটি পরিবারকে দেওয়া হচ্ছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) -এর স্মার্ট ফ্যামিলি কার্ড। তারই ধারাবাহিকতায় মৌলভীবাজারের কুলাউড়ায় স্মার্ট কার্ড বিতরণ শুরু হয়েছে।

শুক্রবার (২ ফেব্রুয়ারী) কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে স্মার্ট কার্ড বিতরণ করেন মৌলভীবাজারের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। কার্ড বিতরণের আগে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘নিম্ন আয়ের মানুষদের কম দামে নিত্যপণ্য সরবরাহ নিশ্চিত করছে সরকার। স্মার্ট কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য পাওয়া সহজ ও নিশ্চিত হবে। গরীব-দুখী, অসহায় মানুষ যারা দারিদ্র্য সীমার নিচে বসবাস করেন তাদের কথা বিবেচনা করে এক কোটি ফ্যামিলি কার্ড অর্থাৎ ৫ কোটি মানুষকে কম মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য দেওয়ার সিদ্ধান্ত নেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন পরিষদ সচিব তুষার কান্তি দে চৌধুরী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুর রহমান মামুন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, রাউৎগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকবর আলী সোহাগ, এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা সাবেক চেয়ারম্যান আব্দুল মোক্তাদির তোফায়েলসহ ইউনিয়ন পরিষদের নারী-পুরুষ সদস্যরা।