Print Date & Time : 14 May 2025 Wednesday 9:38 pm

কুলাউড়ায় স্কুল পর্যায়ে ভলিবল প্রশিক্ষন শুরু

মৌলভীবাজার প্রতিনিধি:  কুলাউড়া উপজেলার অনুর্ধ-১৬ বালক বালিকা নিয়ে মাসব্যাপী ভলিবল প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।

গত (১৮জানুয়ারি) মঙ্গলবার মৌলভীবাজার জেলা ক্রীড়া অফিসের আয়োজনে কুলাউড়া উপজেলার লংলা উচ্চ বিদ্যালয় মাঠে ভলিবল প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। 

লংলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইরফানুল হক এর সভাপতিত্বে মাসব্যাপি ভলিবল প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লংলা আধুনিক ডিগ্রি কলেজ এর অধ্যক্ষ মোঃ আতাউর রহমান। বিশেষ অতিথি ছিলেন লংলা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি হাজী মোঃ মসাহিদ আলী ও  হাজী মোঃ উস্তার মিয়া, লংলা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য মোঃ ছয়ফুর রহমান, মাষ্টার শরাফত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহেদ আলী, শাহজালাল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক দেলোয়ার হোসেন।  ভলিবল প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ দিচ্ছেন লংলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ  ইরফানুল হক ও হাজিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ ছাদিকুর রহমান। 

দৈনিক দেশতথ্য//এল//