Print Date & Time : 6 July 2025 Sunday 2:20 pm

 কুলাউড়ায় স্ত্রীকে হত্যার দায়ে সাবেক স্বামী ঢাকায় গ্রেপ্তার

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের কুলাউড়ায় রেখা বেগম (২১) নামে এক গৃহবধূকে হত্যার ঘটনায় তার সাবেক স্বামী রিয়াজ মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যার ৩০ ঘণ্টার মধ্যে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান ওই মামলার তদন্তকারী কর্মকর্তা কুলাউড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহিম।

শনিবার (৩০শে মার্চ) রাতে পুলিশ ও র‍্যাব এর সহযোগিতায় হত্যাকাণ্ডের ৩০ ঘন্টার মধ্যে আসামি রিয়াজকে ঢাকার ফার্মগেট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

তিনি জানান, উপজেলার বরমচাল ইউনিয়নের পশ্চিম সিংগুর গ্রামের রুহুল আমিনের মেয়ে রেখা বেগমের সঙ্গে বছর খানেক আগে একই গ্রামের সেলিম মিয়ার ছেলে রিয়াজ মিয়ার বিয়ে হয়। পারিবারিক কলহের জেরে রেখাকে গত ২ মাস আগে রিয়াজ তালাক দেয়। গত ২৭শে মার্চ হঠাৎ রেখার বাবার বাড়িতে এসে তাকে নিয়ে যায় রিয়াজ মিয়া।

এরপর থেকে রেখা নিখোঁজ হয়। শুক্রবার সকালে স্থানীয়রা একই গ্রামের নওয়া বাগানের একটি টিলায় জঙ্গলের ভেতর গাছের সঙ্গে গলায় ওড়না পেঁচানো ও বাঁধা অবস্থায় রেখার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

রেখার লাশ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

তিনি আরও জানান, এ ঘটনার পর থানায় মামলা হলে শনিবার (৩০শে মার্চ) রাতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদের দিক নির্দেশনায় ও র‍্যাব এর সহযোগিতায় হত্যাকাণ্ডের ৩০ ঘন্টার মধ্যে আসামি রিয়াজকে ঢাকার ফার্মগেট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। রিয়াজ শ্বাসরোধে তার সাবেক স্ত্রী রেখাকে হত্যা করে বলে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেয়। রোববার (৩১শে মার্চ) আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

শিয়াক//দৈনিক দেশতথ্য//৩১ মার্চ ২০২৪//