Print Date & Time : 27 July 2025 Sunday 11:29 pm

কুলাউড়ায় বিষপানে শিশুর আত্মহত্যা

মৌলভীবাজারের কুলাউড়ায় মা-বাবার ওপর অভিমান করে এক শিশু বিষপানে আত্মহত্যা করেছে।

শুক্রবার (১৫ ডিসেম্বর) দুপুরের দিকে মৌলভীবাজার থেকে সিলেট হাসপাতালে নিয়ে যাওয়ার পথে নাঈমা ( ১২) এর মৃত্যু হয়। নাঈমা পৌরসভাস্থ লস্করপুর এলাকার আছকির আলীর শিশু কন্যা।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ নিশ্চিত করেন।

তিনি নাঈমার পরিবারের বরাত দিয়ে জানান, বৃহস্পতিবার বিকেলে নাইমা মা-বাবার সঙ্গে অভিমান করে বিষপান করে। পরে পরিবারের লোকজন নাঈমাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। শুক্রবার সকালে নাঈমাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট নেওয়ার পথে সে মারা যায়।

দৈনিক দেশতথ্য//এইচ//