Print Date & Time : 21 August 2025 Thursday 1:17 pm

কুশাবাড়ীয়া- চরপাড়া স্কুলে বিদায় বরণ অনুষ্ঠান

কুষ্টিয়ার মিরপুর উপজেলার কুশাবাড়ীয়া-চরপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে  ৩৪ জন এসএসসি পরীক্ষার্থীকে বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান হয়েছে। সোমবার (৩০-০৫-২০২২) সকাল-বিদ্যালয় চত্বরের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিচালনা কমিটির সভাপতি ও আমলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং মিরপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম।

ওই মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ উদ্দিনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক জালাল উদ্দিনের উপস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন নুর আলম বিশ্বাস। অধ্যাপক রোকনুজ্জামান পাপলু চৌধুরী, আলহাজ¦ জিয়ারুল ইসলাম মন্ডল, ঢলসা পয়ারী মাদরাসার সুপার মাওলানা মুহাঃ আজিজুল হক, প্রধান শিক্ষক সাঈদ হোসেন, সহকারী শিক্ষক শামসুল হক, আব্দুল হক, হারছেন আলী প্রমুখ।

সার্বিক সহযোগীতা ছিলেন সহকারী প্রধান শিক্ষক আমিনুল বারী এবং মিজানুর রহমান, সাদ আহমেদ, বাকি বিল্লাহ, আশরাফুর ইসলাম,বদরুদোজ্জা বাচচু, শামীমা আক্তার প্রমুখ।

এবি//দৈনিক দেশতথ্য//মে ৩০,২০২২//