Print Date & Time : 28 July 2025 Monday 11:21 am

কুষ্টিয়ায় অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ মিছিল

বিএনপি-জামায়াত এর হরতাল, অবরোধের  প্রতিবাদে কুষ্টিয়া পৌরসভার প্যানেল মেয়র ও ১৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন উদ্দিনের নেতৃত্বে  অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ মিছিল করা হয়েছে ।

গতকাল রবিবার ১২ নভেম্বর বিকেলে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের জুগিয়া পালপাড়া মোড়ে অবস্থান কর্মসূচি টি পালন করা হয়।

অনুষ্ঠানের অংশ হিসেবে  জুগিয়া পালপাড়া মোড়ে অবস্থান কর্মসূচি পালন করা হয় পরে কুষ্টিয়া ঈশ্বরদী মহাসড়কে প্রতিবাদ মিছিল বের করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা এসময় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ  সম্পাদক  ও কুষ্টিয়া পৌরসভার কাউন্সিলর মীর রেজাউল ইসলাম বাবু,১৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফরিদ উদ্দিন, কুষ্টিয়া নাগরিক পরিষদের সভাপতি সাইফুদ্দোল্লা তরুণ,১৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য আসাদুর রহমান আসু কুষ্টিয়া পৌর ছাত্রলীগের সভাপতি ওমর ফারুক এখলাস সহ নেতাকর্মীরা।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১২ নভেম্বর  ২০২৩