নিজস্ব প্রতিবেদকঃ র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের অভিযানে পণ্যবাহী ট্রাক হতে অবৈধভাবে চাঁদা উত্তোলনের সময় হাতেনাতে ০১ জন চাঁদাবাজ আসামি গ্রফতার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে, কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানাধীন নওদাপাড়া গ্রামের পাকা রাস্তার উপর বিভিন্ন ট্রাক হতে অবৈধভাবে চাঁদা আদায় করছে।
সেই মোতাবেক গত ১০ ফেব্রুয়ারি বিকাল ৫ টায় র্যাব-১২’র সিপিসি-১, কুষ্টিয়া কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল “কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানাধীন নওদাপাড়া গ্রামের পাঁকা রাস্তার উপর” অভিযান পরিচালনা করে অবৈভভাবে চাঁদা আদায় করা অবস্থায় মোঃ আব্দুল মোমীন (২৮), পিতা-মোঃ সিরাজুল হক, সাং-পূর্ব ভেড়ামারা, থানা-ভেড়ামারা, জেলা-কুষ্টিয়া এর নিকট হতে চাঁদা আদায়ের নগদ ৬,৩০০/-টাকা এবং ০২টি টর্চ লাইট সহ গ্রেফতার করতে সক্ষম হয়।
জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে যে, সে কুষ্টিয়া জেলার বিভিন্ন থানা এলাকায় লাইট, বাসের লাঠি ইত্যাদি দিয়ে পণ্যবাহী পরিবহন থামিয়ে ড্রাইভার ও হেলপারদের নিকট হতে চাঁদা আদায় করে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে চাঁদাবাজি আইনে কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১১ ফেব্রুয়ারি ২০২৪

Discussion about this post