Print Date & Time : 5 July 2025 Saturday 12:53 am

কুষ্টিয়ায় অস্ত্রসহ তিন ডাকাত আটক

কুষ্টিয়ার মিরপুরে বিদেশী পিস্তল ও দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের তিন সদস্যকে আটক করেছে পুলিশ।

শনিবার (২ জুলাই) দুপুর ১২টায় সাংবাদিকদের এ তথ্য জানান মিরপুর থানার ওসি গোলাম মোস্তফা।
আটককৃতরা হলেন কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের খয়েরপুর এলাকার সেকেন আলীর ছেলে মাহাবুল (৩০), ভেড়ামারা উপজেলার কোদালিয়া এলাকার আশরাফ জোয়ার্দ্দারের ছেলে লালন (৩৫), মিরপুর পৌর এলাকার শ্যামল (২৫)।
মিরপুর থানার ওসি গোলাম মোস্তফা জানান, শুক্রবার (১ জুলাই) দিবাগত রাত ২টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার বহলবাড়ীয়া-সাতবাড়ীয়া মাঠের মধ্যে ডাকাতির প্রস্তুতিকালেলে পুলিশের একটি টহল দল তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, দুই রাউন্ড গুলি ও দেশীয় তিনটি অস্ত্র উদ্ধার করা হয়। তাদের নামে ডাকাতিসহ থানায় একাধিক মামলা রয়েছে।

শনিবার দুপুরে রিমান্ড আবেদনসহ তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান ওসি।

আর//দৈনিক দেশতথ্য//২ জুলাই-২০২২//