Print Date & Time : 1 July 2025 Tuesday 11:59 pm

কুষ্টিয়ায় আইনজীবীদের মানববন্ধন

কুষ্টিয়া প্রতিনিধি:
নবনির্মিত কুষ্টিয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের লিফট দফায় দফায় বন্ধ হয়ে যাওয়ার প্রতিবাদে আইনজীবীরা মানববন্ধন ও সমাবেশ করেছেন।

বুধবার বেলা ১১ টায় সুরক্ষা আন্দোলন কুষ্টিয়া জেলা বার ইউনিটের উদ্যোগে আদালত চত্বরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে আইনজীবী সুরক্ষা আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার আহবায়ক ও কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক নির্বাচিত সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক অ্যাড. সাইফুর রহমান সুমনের সভাপতিত্বে মূল বক্তব্য পেশ করেন জেলা আইনজীবী সমিতি কুষ্টিয়ার সিনিয়র সহ-সভাপতি ও সিনিয়র আইনজীবী অ্যাড.ওয়াদুদ মিয়া।
এসময় আইনজীবীরা বলেন, গত সপ্তাহে প্রায় দশজন আইনজীবীসহ বিচার প্রার্থীরা লিফটে আটকা ছিলেন। এতে অনেক সিনিয়র আইনজীবী অসুস্থ হয়ে পড়েন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাদেরকে উদ্ধার করেন। আইনজীবীরা আদালত ভবনের এই লিফট জরুরী ভিত্তিতে মেরামতের দাবি জানান। মানববন্ধন ও সমাবেশ কর্মসূচিতে অন্যান্যের মধ্যে যুগ্ম আহবায়ক ও আইনজীবী সমিতির নির্বাচিত জুনিয়র সদস্য অ্যাড. জমিরন খাতুন, সিনিয়র সদস্য সানোয়ারা খাতুন সানু, অ্যাড. সঞ্জয় কুমার গৌতম, কার্যনির্বাহী সদস্য আকলিমা খাতুন আশা, অ্যাড. সালমা সিদ্দীকা, অ্যাড. আশরাফুল ইসলাম সুমন।
এছাড়াও উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সাবেক যুগ্ম সম্পাদক ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আমানউল্লাহ নান্টু, অ্যাড. হাফিজুল ইসলাম মুনীর, অ্যাড. বদরুদ্দীন বদু, অ্যাড. ফারুক আলম পান্না প্রমুখ উপস্থিত ছিলেন ।অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনটির সদস্য সচিব ও কেন্দ্রীয় কমিটির পরিকল্পনা ও উন্নয়ন বিষয়ক সম্পাদক অ্যাড. মোঃ মুহাইমিনুর রহমান পলল।

প্রসঙ্গত গত ২৩ অক্টোবর নবনির্মিত কুষ্টিয়া চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের ১ নং লিফটটি নিচ থেকে উপরে ওঠার সময় দুই ফ্লোর এর মাঝখানে আটকে যায়। এ সময় ওই লিফটে কুষ্টিয়া নারী ও শিশু আদালতের পিপি অ্যাডভোকেট আব্দুল হালিমসহ চার আইনজীবী দুই পুলিশ আসামি মোট ১২ জন ছিলেন। ৪২ মিনিট লিফটে আটকে থাকার পর কুষ্টিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে তাদেরকে উদ্ধার করেন। এ ঘটনার কয়েক দিন পর আবারো এই লিফটে কয়েকজন আটকে পড়েন। ২০১৫-১৬ অর্থবছরে প্রায় ৩৮ কোটি টাকা ব্যয়ে কুষ্টিয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন নির্মাণ কাজ শুরু হয়। এর মধ্যে ৮ জন বহন ক্ষমতা সম্পন্ন দুটি লিফট ভবন স্থাপন করে গ্লোবাল লিফট কোম্পানি। ২০১৯ সালের ২৮ মার্চ আদালত ভবন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। লিফটসহ আট তলা বিশিষ্ট বহুতল এই ভবনটি নির্মাণের শুরু থেকেই নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ ওঠে। কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নুরুল ইসলাম দুলাল জানান, লিফট সমস্যার সমাধান চেয়ে সমিতির পক্ষ থেকে একাধিকবার দরখাস্ত করা হয়েছে। আদালতের ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা নুরুল আমিন জানান, লিফট সমস্যার সমাধানের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের অনুরোধ জানিয়ে সংশ্লিষ্ট গণপূর্ত বিভাগকে চিঠি দেয়া হয়েছে। কুষ্টিয়া গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম জানান, লিফট গুলো ইন ইনস্টলেশনের শুরু থেকেই প্রোগ্রামিং জনিত ত্রুটির কারণে প্রায়ই অকেজো বা আটকে যাচ্ছে। সমস্যা হয়ে দাঁড়িয়েছে লিফট সরবরাহকারী প্রতিষ্ঠানের মূল মালিকের মৃত্যুজনিত কারণে তাদের এই ব্যবসা এখন প্রায় বন্ধ। সে কারণে অন্য কোন বিকল্প টেকনিশিয়ান চেয়ে ঢাকাতে চিঠি পাঠানো হয়েছে টেকনিশিয়ান এসে ঠিক করে দিলেই সমস্যার সমাধান হয়ে যাবে। এদিকে বারবার লিফট আটকে যাওয়ার কারণে কর্তৃপক্ষ লিফট বন্ধ করে রেখেছে। লিফট বন্ধ থাকায় প্রতিদিন প্রায় অর্ধশত অসুস্থ ও বয়োজ্যেষ্ঠ আইনজীবীসহ বিচারপ্রার্থীসহ জনসাধারণকে প্রচন্ড কষ্ট স্বীকার করে নীচ তলা থেকে সাত তলা পর্যন্ত ওঠানামা করা লাগছে।

দৈনিক দেশতথ্য//এসএইচ//