শনিবার বিকেলে কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে জেলা আওয়ামীলীগের আলোচনা হয়েছে। জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আজগর আলীর পরিচালনায় ওই সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আল হাজ্ব সদর উদ্দিন খান। বক্তব্য রাখেন, সহ সভাপতি শেখ গিয়াস উদ্দিন আহমেদ মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক স্বপন কুমার ঘোষ, প্রোকৌশলী ফারুকুজ্জামান, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড, আ.স.ম আক্তারুজ্জামান মাসুম, শহর আওয়ামীলীগের সভাপতি তাইজাল আলী খান, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক খন্দকার ইকবাল মাহমুদ, সদস্য হাবিবুল হক পুলক, শ্রম সম্পাদক গোলাম মোস্তফা, দপ্তর সম্পাদক হাজী তরিকুল ইসলাম মানিক, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোমিনুর রহমান মোমিজ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মীর শওকত আলী বকুল, মহিলা বিষয়ক সম্পাদক এ্যাড শীলা বসু, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি জেবুন্নেছা সবুজ, সাধারন সম্পাদক এ্যাড. শামস তানিম মুক্তি, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক শেখ হাফিজ চ্যালেঞ্জ প্রমুখ।
সভাপতির বক্তব্যে আলহাজ্ব সদর উদ্দিন খান বলেছেন. জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর মতো মৃত্যুভয়কে উপেক্ষা করে তার সুযোগ্য কন্যা সাহসী প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মাসেতুসহ দেশের উন্নয়নে বড় বড় মেঘা প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে জাতিকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন- তা বর্তমান বিশ্বে রোল মডেল।
এবি//দৈনিক দেশতথ্য//জুন ১১,২০২২//