Print Date & Time : 7 May 2025 Wednesday 10:05 pm

কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতা গিয়াস মিন্টুর দাফন সম্পন্ন


কুষ্টিয়া সরকারি কলেজের সাবেক ভিপি, কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ গিয়াস উদ্দিন আহমেদ মিন্টুকে জানাজা শেষে কুষ্টিয়া পৌর গোরস্থানে সমাহিত করা হয়। তিনি সোমবার রাত সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া জেনারেল
হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তাঁর মরদেহে পুষ্পস্তবক অর্পন করেন সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা, জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আসগর আলী, কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক হাজী রবিউল ইসলাম, জেলা আওয়ামীলীগের
সহ-সভাপতি জাহিদ হোসেন জাফর, চৌধুরী মুর্শেদ আলম মধু, ডাঃ আমিনুল হক রতন, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন রাজু, যুব ও ক্রীড়া সম্পাদক খন্দকার ইকবাল
মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক আমিরুল ইসলাম, তথ্য ও গবেষনা সম্পাদক রাশেদুল
ইসলাম বিপ্লব, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মোমিনুর রহমান মোমিজ, দপ্তর
সম্পাদক তরিকুল ইসলাম মানিক, কুমারখালীর সাবেক এমপি আব্দুর রউফ, কুষ্টিয়া
পৌর মেয়র আনোয়ার আলী, দৈনিক বাংলাদেশ বার্তার সম্পাদক আবদুর রশিদ চৌধুরী,
দৈনিক কুষ্টিয়ার কাগজ সম্পাদক নূর আলম দুলাল, দৈনিক টিচার সম্পাদক শরীফ
বিশ্বাস, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির দপ্তর সম্পাদক এসএম ওয়ালিদুজ্জামান শুভ, কাউন্সিলর মীর রেজাউল ইসলাম বাবু, নজরুল ইসলাম নজু, কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান অনিক, সাধারণ সম্পাদক শেখ হাফিজ চ্যালেঞ্জ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করেন।
নামাজে জানাযার আগে বক্তব্য রাখেন সাবেক এমএনএ ও এমপি ব্যারিষ্টার এম. আমীর উল ইসলাম, জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খান, সাধারণ
সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আসগর আলী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর
রহমান আতা ও প্রয়াত গিয়াস মিন্টুর পুত্র শেখ স্বদেশ।

এবি//দৈনিক দেশতথ্য//অক্টোবর ০৪,২০২২//