Print Date & Time : 6 May 2025 Tuesday 3:01 am

কুষ্টিয়ায় আদালত কর্মচারীদের কর্মবিরতি

এনামুল হক: কুষ্টিয়ায় আদালত কর্মচারীদের ২দফা দাবি আদায়ে কর্মবিরতী পালন করেছে আন্দোলনকারী কর্মচারীরা।

সোমবার সকাল সাড়ে ৯ টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনে ব্যানারে এই কর্মসূচীর
নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি ফজলুর রহমান।
এসময় বক্তারা বলেন, ‘অধস্তন আদালতের কর্মচারীগণের বৈষম্য নিরসনসহ দুই দফা দাবিতে এই আন্দোলন চলে আসছে। বিচার বিভাগের জন্য সুপ্রীম কোর্টের অধীন পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করে আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীদের বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসেবে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের বিধি মোতাবেক চাকরির সুযোগ সুবিধা
নিশ্চিত করতে হবে’। অবিলম্বে এই দাবি মেনে না নিলে এই দাবি বাস্তবায়নে আরও কঠোন কর্মসূচী গ্রহনের ঘোষনা দেন নেতৃবৃন্দ। দিনের শুরুতেই দীর্ঘ দুই ঘণ্টার কর্মবিরতীর ফলে আদালত অঙ্গনে আগত বিচার প্রার্থীরা ভোগান্তির মুখে পড়েন।
সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক তারিক আহমেদ রিংকু বলেন, ‘আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারী হিসেবে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদান’সহ বিদ্যমান জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের
১ম-৬ষ্ঠ গ্রেডের পরবর্তী ৭ম-১২তম গ্রেডভুক্ত করা এবং বিদ্যমান ব্লকপদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃষ্টি করে যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়ন এখন সময়ের দাবি’। দিনের শুরুতে আদলত অঙ্গনে বিচার সহায়ক এসব কর্মচারীদের কর্মবিরতীর ফলে আদালতে আগত বিচারপ্রার্থীদের ভোগান্তি বিষয়ে জানতে চাইলে আদালত প্রশাসক ইউনুস আলী জানান, ‘আদালত সহায়ক কর্মচারীরা তাদের চাকুরীর সুযোগ সুবিধার দাবি
নিয়ে আন্দোলন করছে। এখানে তাদের কর্মসূচীর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কিছু বলার কোন সুযোগ নেই’। যদিও দিনের শুরুতে এমন কর্মসূচীর ফলে বিচার প্রার্থীদের সাময়িক কিছু ভোগান্তি হয়েছে’।