ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আইসিটির কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) মুন্সী মনিরুজ্জামান।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নতুন প্রজন্মকে নিয়ে আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে যে ডিজিটাল সোনার বাংলাদেশ গড়ার যে স্বপ্ন বাস্তবায়ন করতে চান তার জন্য তিনি নানামুখী পরিকল্পনা গ্রহণ করেছেন।
মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া শহর সমাজসেবা সমন্বিত কার্যালয়ের আধুনিক কম্পিউটার ল্যাব উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার মোতাবেক আইসিটি, ইন্টারনেট ও তথ্য প্রযুক্তির মাধ্যমে ঘরে ঘরে কর্মসংস্থানের ব্যবস্থা অনেকটাই সফলতা লাভ করেছে।
তিনি আরও বলেন, শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ আইসিটি খাতে অভূতপূর্ব অগ্রগতি সাধন করেছে। এর সুফল জনগণ পাচ্ছে। সবাইকে প্রযুক্তির সর্বাধিক সুবিধা গ্রহণের আহ্বান জানান।
কুষ্টিয়া শহর সমাজসেবা অধিদপ্তরের সমন্বিত পরিষদের সভাপতি
জিএম গোলাম মোস্তফার সভাপতিত্বে বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মুরাদ হোসেন,
সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিপি এ্যাড.আসম আক্তারুজ্জামান মাসুম, শহর আওয়ামী লীগের সভাপতি ও কার্যকরী সদস্য তাইজাল আলী খান, সমন্বয় পরিষদের সহ-সভাপতি আশরাফ উদ্দিন নজু, মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের (ভারপ্রাপ্ত) উপপরিচালক কাজী ফজলে রাব্বি, রাজবাড়ী জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক আবুল হাশেম, পাবনা জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক আসাফউদ্দৌলা, সাবেক সমাজসেবা অফিসার আবদুল আজিজ,
সমন্বয় পরিষদের প্রচার ও গণসংযোগ সম্পাদক কাজী রফিকুর রহমান,
সাংগঠনিক সম্পাদক সাজেদা হোসেন, কার্যনির্বাহী সদস্য ডাঃ আসমা জাহান লিজা ও কাউন্সিলর ওলিউল্লাহ প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শহর সমাজসেবা অফিসার ও সমন্বয় পরিষদের অধ্যক্ষ জহিরুল ইসলাম।
সভাপতির বক্তব্যে কুষ্টিয়া শহর সমাজসেবা অধিদপ্তরের সমন্বিত পরিষদের সভাপতি জিএম গোলাম মোস্তফা বলেন, জনগণের কষ্ট লাঘবে প্রধানমন্ত্রীর সঠিক পরিকল্পনার ফলে দেশ এগিয়ে যাচ্ছে এবং ঘরে বসেই অনলাইনের মাধ্যমে অনেক অফিস আদালতে কাজ করা সহজ হয়েছে।
তিনি আরও বলেন, আত্মকর্মসংস্থানের লক্ষ্যে কুষ্টিয়া শহর সমাজসেবা সমন্বিত কার্যালয়ের অত্যাধুনিক এই কম্পিউটার ল্যাবটি স্থাপন করা হয়েছে। এরফলে কম্পিউটার ও আউটসোর্সিং বিষয়ে প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হয়ে থাকে।
এবি//দৈনিক দেশতথ্য//২২ ফেব্রুয়ারী, ২০২২//