নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়ার সদর উপজেলার মনোহরদিয়া ইউনিয়নের চরপাড়া এলাকায় পানবরজে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে স্থানীয়দের পাশাপাশি কাজ করছে কুষ্টিয়া ও চুয়াডাঙ্গার আলমডাঙ্গা ফায়ার সার্ভিসের সদস্যরা।
মঙ্গলবার (১২ মার্চ) দুপুর ২টার সময় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থ পান চাষী হাফিজ জানান, দুপুর দুইটার সময় পানবরজে আগুন লাগে। একের পর এক পান বরজে আগুন বিস্তার করে ছাই করে দেয়। ইতিমধ্যে প্রায় ২০০ বিঘার মতো পানের বরজ পুড়ে গেছে। স্থানীয়রা ও ফায়ার সার্ভিস কাজ করছে আগুন নেভাতে।
কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক জানে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কুষ্টিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১২ মার্চ ২০২৪